এই পর্বে সূরা আল ইমরানের নিম্নোক্ত ৪২ নম্বর ও ৪৩ নম্বর আয়াত নেয়া হয়েছে
وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَىٰ نِسَاءِ الْعَالَمِينَ
يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ
এই পর্ব থেকে আমরা নিম্নোক্ত ৬ টি শব্দ শিখবো যা পবিত্র কোরআনে ৬৪১৫ বার এসেছে :
আরবি শব্দ (বাংলা উচ্চারণ) | অর্থ |
১. الْمَلَائِكَةُ (আল মালাইকাতু) | ফেরেশতাগণ/Angels |
২. عَلَىٰ (আলা-) | উপরে/on/upon |
৩. نِسَاءِ (নিসা-ই ) | নারীগণ/women |
৪. الْعَالَمِينَ (আল আ-লামীন) | জগৎসমুহ /worlds |
৫. اللَّهَ (আল্লাহা) | আল্লাহ/Allah |
৬. مَعَ (মা’আ) | সাথে/with |
মারিয়াম (আঃ) তার রবের প্রতি ভক্তি ও আনুগত্যপূর্ণ ইবাদতের কারণে পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে তিনি বিশেষ একজন ছিলেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَىٰ نِسَاءِ الْعَالَمِينَ অর্থাৎ ” আর যখন ফিরিশ্তারা বললেন — ”হে মারিয়াম ! নিশ্চয়ই আল্লাহ্ তোমাকে নির্বাচন করেছেন, আর তোমায় পবিত্র করেছেন, আর বিশ্বজগতের সব নারীর উপরে তোমায় মনোনীত করেছেন।” এই আয়াত থেকে আমরা নিম্নের তিনটি শব্দ মনে রাখবো :
১. الْمَلَائِكَةُ ফেরেশতাগণ/Angels
২. عَلَىٰ উপরে/on/Upon
৩. نِسَاءِ নারীগণ/women
৪. الْعَالَمِينَ জগৎসমুহ /worlds
৫. اللَّهَ আল্লাহ/Allah
পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন : يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ অর্থাৎ ”হে মরিয়ম ! তোমার প্রভুর অনুগত হয়ে থেকো, আর সিজদা করো ও রুকু করো রুকুকারীদের সাথে।’’ এই আয়াত থেকে আমরা একটি শব্দ মনে রাখবো তা হলো ৬. مَعَ সাথে/with
পুরুষ এবং মহিলাদের সমানভাবে এই অনুপ্রেরণাদায়ী এবং সম্মানিত মহিলার উদাহরণ অনুসরণ করা উচিত। তিনি সমগ্র মানব জাতির জন্য একজন সেরা রোল মডেল।
নিজেকে যাচাই করুন (জোড়া মিলানো)
Column-A | Column-B |
---|---|
الْمَلَائِكَةُ (আল মালাইকাতু) | নারীগণ/women |
জগৎসমুহ /worlds | عَلَىٰ (আলা-) |
نِسَاءِ (নিসা-ই ) | ফেরেশতাগণ/Angels |
উপরে/on/upon | مَعَ (মা’আ) |
اللَّهَ (আল্লাহা) | আল্লাহ/Allah |
সাথে/with | الْعَالَمِينَ (আল আ-লামীন) |