প্রাত্যহিক তিলাওয়াতের ফি’ল চেনার অনুশীলন-৩

কুইজ:

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) প্রতিটি ফি’ল কোন কালে আছে এবং তার ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করতে পারা।
খ) প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারা।

1. أَسْتَغْفِرُ (মাফ চাওয়া) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

2. تَبَارَكْتَ (বরকতময় হওয়া) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

3. أَعْطَيْتَ (দেয়া) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

4. يُمِيتُ (মৃত্যু ঘটানো) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

5. أَطْعَمَنَا (খাওয়ানো) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

6. جَعَلَنَا (বানানো) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

7. مَنَعْتَ (বাধা দেয়া) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

8. يَعْلَمُ (জানা) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

9. شَاءَ (ইচ্ছা করা) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

10. وَسِعَ (পরিবেষ্টন করা) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

11. يُحِيطُونَ (পরিবেষ্টন করা) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

12. تَأْخُذُهُ (গ্রহণ করা) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?

13. يَشْفَعُ (সুপারিশ করা) ফি’লটির লুকায়িত সর্বনাম কোনটি ?


⭐ প্রতিটি ফি’লের পাশে একটি সাধারণ অর্থ (সর্বনাম ছাড়া) দেয়া আছে যাতে শব্দগুলো সহজে মুখস্থ করতে পারেন।

5 thoughts on “প্রাত্যহিক তিলাওয়াতের ফি’ল চেনার অনুশীলন-৩”

  1. আলহামদুলিল্লাহ ! আমরা আপনাদের অনেক কমেন্টের মাধ্যমে এটা জেনে আনন্দিত যে আপনারা আমাদের আরবি শিখার প্লাটফর্ম থেকে উপকৃত হচ্ছেন I আপনাদের পরিচিতজনরা ও যেন উপকৃত হতে পারে সেজন্য তাদেরকেও আমাদের প্লাটফর্মগুলোতে যুক্ত করে নিবেন প্লিজ !

    তাছাড়া আমাদের পোস্টগুলোতে যদি আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করেন ,তাহলে Facebook/Google/YouTube (algorithm) নিজে থেকেই এটা বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে I আপনার এতটুকু চেষ্টার কারণে কেউ যদি অনুপ্রাণিত হয়ে পবিত্র কুরআনের সাথে সম্পর্কে তৈরী করে , এটা আপনার ও আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে ইন শা আল্লাহ !

    কতইনা সহজ ও লাভজনক ব্যবসা !

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top