“ফ্যামিলি” নামটি শুনলে আমাদের মাথায় কিছু সদস্যদের নাম চলে আসে যেমন মা, বাবা, ভাই, বোন , দাদা, দাদি, নাতি, নাতনী ইত্যাদি। আরবি ব্যাকরণেও প্রতিটা ফ্যামিলির কিছু কমন সদস্য আছে। যেহেতু পরিবারের প্রতিটি সদস্য একই পরিমান ভূমিকা পালন করেনা, তাই এই পোস্টে আমরা প্রতিটা ফ্যামিলির গুরুত্বপূর্ণ সদস্যদের সাথে পরিচিত হব ইন শা আল্লাহ । উদাহরণ হিসেবে যথেচ্ছভাবে/randomly ফ্যামিলি -১ ضَرَبَ নেয়া হল :
৪ লাইটেস্ট | ৩ লাইট | ২ বর্তমান/ভবিষ্যত /المضارع | ১ অতীত/الماضي |
يَضْرِبْ | يَضْرِبَ | يَضْرِبُ | ضَرَبَ |
৬ Passive (বর্তমান/ভবিষ্যত) | ৫ Passive (অতীত) | ||
يُضْرَبُ | ضُرِبَ | ||
৮ অনুজ্ঞাসূচক নিষেধ/نَهْي | ৭ অনুজ্ঞাসূচক আদেশ/أَمْر | ||
لاَ تَضْرِبْ | إِضْرِبْ | ||
১০ ইসম মাফউল/ اسم المفعول | ৯ ইসম ফাই’ল/ اسم فاعل | ||
مَضْرُوْبٌ | ضَارِبٌ | ||
পরবর্তী পোস্টে আমরা ” আরবি ব্যাকরণে কাল/Tense এর ধারণা ” সম্পর্কে ধারণা নিবো