আরবি ব্যাকরণে কাল/Tense এর ধারণা

আরবি ব্যাকরণে কালের ধারণা তুলনামূলকভাবে অনেক সহজ। এখানে ফি’লগুলো(Action Verb) দুটি ভাগে বিভক্ত।
১ Perfect/অতীত (কাজটি শেষ)
২ Imperfect/বর্তমান বা ভবিষ্যত (কাজটি এখনো শেষ হয়নি)

অর্থাৎ আপনি যেকোন একটি Point of time থেকে চিন্তা করবেন কাজটি কি শেষ অথবা এখনো বাকি আছে। যদি কাজটি শেষ হয়ে থাকে তাহলে Perfect/অতীত কাল। আর যদি কাজটি শেষ না হয়ে থাকে তাহলে Imperfect/বর্তমান বা ভবিষ্যত কাল। এখন প্রশ্ন আসতে পারে যে কালের অন্যান্য পার্থক্যগুলো কিভাবে করবেন। উত্তর হল Context, কিছু উপসর্গ/Prefix এবং সূচক/indicator আছে যার মাধ্যমে বর্তমান থেকে ভবিষ্যত কালকে আলাদা করা হয়।

পরবর্তী পোস্টে আমরা ” ফ্যামিলি-১ فَتَحَ ” সম্পর্কে ধারণা নিবো

1 comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!