বাক্যাংশ-৫ হারফুন নাসব ও ইহার ইসম

হারফুন নাসব/حَرْفُ النَّصْبِ

হারফুন নাসব অনেকটা হরফে জারের মতো অর্থাৎ হারফুন নাসব একধরণের পদান্বয়ী অব্যয় যা কোন নির্দিষ্ট ইসমের স্ট্যাটাসকে নাসব ফর্মে/মানসুব করে দেয়।হরফে জারের সাথে হারফুন নাসবের পার্থক্য হল হরফে জারের পরের ইসমটির স্টেটাস জার্ ফর্ম/মাজরূর হবে অন্যদিকে হারফুন নাসবের পরে যেকোন জায়গায় ইসমটি আসতে পারে (পাশাপাশি আসা জরুরি নয়) এবং এই ইসমটির স্টেটাস নাসব ফর্ম/মানসুব হবে।

হারফুন নাসবের তালিকা

পবিত্র কোরআনে বহুল ব্যবহৃত ৭ টি হারফুন নাসব নিম্নে দেয়া হল:

হারফুন নাসব Harfun Nasb
এখানে একটি অর্থ দেয়া হয়েছে। প্রেক্ষাপট অনুযায়ী অন্যান্য অর্থ হতে পারে

উপরে বর্ণিত হারফুন নাসব আসার ফলে যে ইসমটির স্টেটাস পরিবর্তন হবে তাকে ইহার ইসম বলে। যদি ইসমটি Fully Flexible হয়, তাহলে নাসব ফর্মটি স্পষ্ট বুঝা যাবে। কিন্তু যদি ইসমটি Partly Flexible অথবা Non-Flexible হয় তাহলে দেখে নিশ্চিত না হওয়া গেলেও নিশ্চিতভাবে ধরে নিতে হবে ইহা নাসব ফর্ম/মানসুব।

হারফুন নাসব ও ইহার ইসম বাক্যাংশের উদাহরণ

নিচে হারফুন নাসব ও ইহার ইসম বাক্যাংশের কিছু উদাহরণ পবিত্র কুরআন থেকে দেয়া হল:

ইহার ইসমহারফুন নাসববাংলা অর্থহারফুন নাসব ও
ইহার ইসম
اللَّهَإِنَّনিশ্চয়ই আল্লাহإِنَّ اللَّهَ
هُمْإِنَّনিশ্চয়ই তারাإِنَّهُمْ
يإِنَّনিশ্চয়ই আমিإِنِّي
كَإِنَّনিশ্চয়ই তুমিإِنَّكَ
إِبْرَاهِيمَإِنَّনিশ্চয়ই ইব্রাহীমإِنَّ إِبْرَاهِيمَ
جَنَّاتٍأَنَّযে জান্নাত..أَنَّ جَنَّاتٍ
الْمَسَاجِدَأَنَّযে মসজিদগুলো..أَنَّ الْمَسَاجِدَ
اللَّهَأَنَّযে আল্লাহ..أَنَّ اللَّهَ
هُمْكَأَنَّযেন তারাكَأَنَّهُمْ
هُمْبِأَنَّকারণ তারাبِأَنَّهُمْ
اللَّهَبِأَنَّকারণ আল্লাহبِأَنَّ اللَّهَ
كُمْلَعَلَّ যাতে তোমরাلَعَلَّكُمْ 
هُمْلَعَلَّযাতে তারাلَعَلَّهُمْ
الشَّيَاطِينَلَٰكِنَّবরং শয়তানلَٰكِنَّ الشَّيَاطِينَ
الْبِرَّلَٰكِنَّকিন্তু ধর্মনিষ্ঠাلَٰكِنَّ الْبِرَّ
اللَّهَلَٰكِنَّকিন্তু আল্লাহ্لَٰكِنَّ اللَّهَ
كَثِيرًالَٰكِنَّকিন্তু অনেকেইلَٰكِنَّ كَثِيرًا
نِيلَيْتَহায়, আমিلَيْتَنِي
نَالَيْتَ হায়, আমরাلَيْتَنَا 
الَّذِينَإِنَّনিশ্চয়ই যারাإِنَّ الَّذِينَ
ذَٰلِكَإِنَّনিশ্চয় সেটিإِنَّ ذَٰلِكَ

1 thought on “বাক্যাংশ-৫ হারফুন নাসব ও ইহার ইসম”

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top