বাক্যাংশ-১ জার্ মাজরূর 

জার্ মাজরূর পবিত্র কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত বাক্যাংশ। পবিত্র কোরআনের প্রায় প্রতিটি পৃষ্ঠায় জার্ মাজরূর এর ব্যবহার দেখা যায়। তাই এই বাক্যাংশটি বুঝলে আরবি ব্যাকরণ শিখার একটা বড় মাইলফলক অর্জিত হয়।

হারফ

জার্ মাজরূর বুঝতে হলে প্রথমে হারফ সম্পর্কে ধারণা থাকতে হবে। হারফ হচ্ছে সেই পদান্বয়ী অব্যয় যা কোন শব্দের পূর্বে ব্যবহার না করা পর্যন্ত সেটির তেমন কোন অর্থ হয় না। আমরা কয়েক ধরণের হারফ শিখবো । জার্ মাজরূর বাক্যাংশের জন্য যেই হারফটি প্রয়োজন হবে তা হল হারফে জার।

হারফে জার

আরবি ভাষায় ইসমের আগে কিছু অব্যয়/বর্ণ বা Preposition এসে সেই ইসমটির স্ট্যাটাসকে জার ফর্মে পরিবর্তিত করে দেয়, এরকম হারফকে, হারফে জার বলা হয়।

পবিত্র কোরআনে ব্যবহৃত ১১ টি হারফে জার দেয়া হল:

হারফে জার

উপরে বর্ণিত হারফে জারের পরে যেই ইসম আসবে ওই ইসমটির স্টেটাস সবসময় জার্ ফর্ম/মাজরূর হবে। যদি ইসমটি Fully Flexible হয়, তাহলে জার্ ফর্মটি স্পষ্ট বুঝা যাবে। কিন্তু যদি ইসমটি Partly Flexible অথবা Non-Flexible হয় তাহলে দেখে নিশ্চিত না হওয়া গেলেও নিশ্চিতভাবে ধরে নিতে হবে ইহা জার্ ফর্ম/মাজরূর।

নিচে জার্ মাজরূর বাক্যাংশের কিছু উদাহরণ পবিত্র কুরআন থেকে দেয়া হল:

মাজরূরহারফে জারবাংলা অর্থজার্ মাজরূর
اِسْمِبِনামের সাথেبِسْمِ
الدِّينِبِবিচারদিবসকেبِالدِّينِ
الْحَقِّبِসত্যের সাথেبِالْحَقِّ
الصَّبْرِبِসবরের সাথেبِالصَّبْرِ
حَمْدِبِপ্রশংসার সাথেبِحَمْدِ
أَصْحَابِبِবাহিনীর সাথেبِأَصْحَابِ
حِجَارَةٍبِপাথরের দ্বারাبِحِجَارَةٍ
اللَّهِتَআল্লাহর কসমتَاللَّهِ
عَصْفٍكَখড়ের মতোكَعَصْفٍ
مَثَلِكَউদাহরণের মতো كَمَثَلِ
صَيِّبٍكَঝড় বৃষ্টির মতো كَصَيِّبٍ
اللهِلِআল্লাহ্‌র জন্যلِلَّهِ
كُلِّلِপ্রত্যেকের জন্যلِّكُلِ
إِيلَافِلِনিরাপত্তার
জন্য
لِإِيلَافِ
الْمُصَلِّينَلِনামাযীদের জন্যلِّلْمُصَلِّينَ
كُمْلَতোমাদের জন্যلَكُمْ
يَلِআমার জন্যلِيَ
الْعَصْرِوَশপথ যুগের (সময়ের)وَالْعَصْرِ
الضُّحَىٰوَশপথ পূর্বাহ্নেরوَالضُّحَىٰ
اللَّيْلِوَশপথ রাত্রিরوَاللَّيْلِ
سِجِّيلٍمِنশক্ত কাদামাটি থেকেمِن سِجِّيلٍ
جُوعٍمِّنক্ষুধা থেকেمِّن جُوعٍ
خَوْفٍمِّنভয়-ভীতি থেকেمِّنْ خَوْفٍ
هَامِنْতার থেকেمِنْهَا
تَضْلِيلٍفِيব্যর্থতায়فِي تَضْلِيلٍ
خُسْرٍفِيক্ষতির মধ্যেفِي خُسْرٍ 
الْحُطَمَةِفِيপিষ্টকারীর মধ্যেفِي الْحُطَمَةِ
عَمَدٍفِيখুটিরঁ
ভেতরে
فِي عَمَدٍ
دِينِفِيদ্বীনের মধ্যেفِي دِينِ
هِمْفِيতাদের মধ্যেفِيهِمْ
هَافِيএটার মধ্যেفِيهَا
جَنَّةٍفِيজান্নাতের মধ্যেفِي جَنَّةٍ
هُمْعَنْতাদের ব্যাপারেعَنْهُمْ
نِّيعَنِّيআমার ব্যাপারেعَنِّي
صَلَاتٍعَنসালাতের ব্যাপারেعَن صَلَاتٍ
طَعَامِعَلَىٰখাবারের ব্যাপারেعَلَىٰ طَعَامِ
الْأَفْئِدَةِعَلَىহৃদয়ের উপরেعَلَى الْأَفْئِدَةِ
هِمْعَلَيْতাদের উপরعَلَيْهِمْ
مَطْلَعٍحَتَّىٰউদয় পর্যন্তحَتَّىٰ مَطْلَعٍ
الْإِبِلِإِلَىউটের দিকেإِلَى الْإِبِلِ
كَإِلَيْতোমার কাছেإِلَيْكَ

7 comments

  1. 11টি হরফে জার্ ভালোভাবে মনে রাখা গেলে বিষয়টা সহজ মনে হয়।

  2. ভাল করে বুঝতে পেরেছি।জাঝাকল্লাহ খইরান।

  3. Alhamdulillah. All praise goes to Allah.jazakallahu khiran.this teaching method is excellent for everyone.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!