বাক্যাংশ-২ মুদফ ও মুদফ ইলাইহি 

দুটি ইসমের মধ্যে সাধারণত মালিকানার (সংশ্লিষ্টতার) সম্পর্ক বুঝানোর জন্য এই বাক্যাংশ ব্যবহৃত হয়।  যে মালিক হয় তাকে বলে “মুদফ-ইলাইহি” مضاف اليه এবং যাকে/যেই বস্তুটি কারো মালিকানায় থাকে তাকে বলে মুদফ مضاف বাংলায় সাধারণত মুদফ ও মুদফ ইলাইহির মধ্যে একটি ”  ” এর সম্পর্ক পাওয়া যায়।  যেমন : 

বাক্যাংশ
মুদফ ও মুদফ ইলাইহি
মুদফ ইলাইহি
জিনিসটা কার/কিসের 
মুদফ
জিনিসটা কী 
রাজশাহীর আমরাজশাহীরআম
মদিনার মাসজিদমদিনারমাসজিদ
আমার কলম আমারকলম 
তার বইতারবই
জামালের মোটরসাইকেল জামালেরমোটরসাইকেল 

মুদফ এবং মুদফ ইলাইহি  হওয়ার শর্ত

🧩 মুদফ অবশ্যই LIGHT হবে

🧩 মুদফ ইলাইহি জার ফর্ম/মাজরূর হবে

🧩 তবে মুদফ  যেকোন স্ট্যাটাসের হতে পারে

🧩 মুদফ এবং মুদফ ইলাইহির মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে না

নিচে মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশের কিছু উদাহরণ পবিত্র কুরআন থেকে দেয়া হল:

মুদফ ইলাইহিমুদফবাংলা অর্থমুদফ ও মুদফ ইলাইহি
كَرَبُّতোমার প্রভুرَبُّكَ
الْفِيلِأَصْحَابِহস্তির-বাহিনীأَصْحَابِ الْفِيلِ
هُمْكَيْدَতাদের চক্রান্তكَيْدَهُمْ
اللَّهِنَصْرُ আল্লাহ্‌র সাহায্যنَصْرُ اللَّهِ
هِمْصَلَاتِতাদের নামাযصَلَاتِهِمْ
اللَّهِدِينِআল্লাহ্‌র ধর্ম دِينِ اللَّهِ
هُمَالُতার সম্পদمَالُهُ
هَاجِيدِতার গলাجِيدِهَا
النَّاسِرَبِّমানুষের প্রভুرَبِّ النَّاسِ
النَّاسِمَلِكِমানুষের মালিকمَلِكِ النَّاسِ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!