আরবী ব্যাকরণে كَانَ

সংক্ষিপ্ত পরিচিতি

আরবি ভাষার ক্রিয়াগুলোর মধ্যে كَانَ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী ক্রিয়া। كَانَ একটি পরিপূর্ণ ক্রিয়া নয়, কারণ একটি পরিপূর্ণ ক্রিয়া হতে হলে তার মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকতে হবে: কাল (Tense) এবং ক্রিয়া (Action)। তবে, كَانَ একটি state verb, যা কোনো ক্রিয়া বা কাজের পরিবর্তে কোনো কিছু বা কারো অবস্থান বা অবস্থা প্রকাশ করে। এটি অতীত এবং বর্তমান/ভবিষ্যত কালের জন্য ব্যবহৃত হতে পারে।পবিত্র কুরআনুল কারীমে كَانَ ক্রিয়াটি ১৩৫৮ বার ব্যবহৃত হয়েছে যা দ্বিতীয় সর্বোচ্চ। নিম্নে আমরা كَانَ এর অতীত কালের ফর্মগুলো দেখবো, ইন শা আল্লাহ!

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ كَانُواْهُمَا كَانَاهُوَ كَانَ
তারা ছিলতারা (দুজন) ছিলসে ছিল
هُنَّ كُنَّهُمَا كَانَتَاهِيَ كَانَتْ
তারা ছিলতারা (দুজন) ছিলসে ছিল
أَنْتُمْ كُنتُمْأَنْتُمَا كُنْتُمَاأَنْتَ كُنتَ
তোমরা ছিলেতোমরা (দুজন) ছিলেতুমি ছিলে
أَنْتُنَّ كُنتُنَّأَنْتُمَا كُنْتُمَاأَنْتِ كُنتِ
তোমরা ছিলেতোমরা (দুজন) ছিলেতুমি ছিলে
نَحْنُ كُنَّاأَنَا كُنتُ
আমরা ছিলামআমি ছিলাম

নিম্নে আমরা كَانَ এর বর্তমান/ভবিষ্যত কালের ফর্মগুলো দেখবো, ইন শা আল্লাহ!

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ يَكُونُونَهُمَا يَكُونَانِهُوَ يَكُونُ
তারা হবেতারা (দুজন) হবেসে হবে
هُنَّ يَكُنَّهُمَا تَكُونَانِهِيَ تَكُونُ
তারা হবেতারা (দুজন) হবেসে হবে
أَنْتُمْ تَكُونُونَأَنْتُمَا تَكُونَانِأَنْتَ تَكُونُ
তোমরা হবেতোমরা (দুজন) হবেতুমি হবে
أَنْتُنَّ تَكُنَّأَنْتُمَا تَكُونَانِأَنْتِ تَكُونِينَ
তোমরা হবেতোমরা (দুজন) হবেতুমি হবে
نَحْنُ نَكُونُأَنَا أَكُونُ
আমরা হবআমি হব

আমরা পরবর্তী পোস্টে كَانَ-র ব্যবহার শিখবো ইন শা আল্লাহ!

error: Content is protected !!
Scroll to Top