জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন-৭: মুবতাদা (সর্বনাম)+খবর

জুমলা ইসমিয়া বাক্যের প্যাটার্ন-৭: মুবতাদা (সর্বনাম)+খবর

জুমলা ইসমিয়া বাক্যের এই প্যাটার্নটি কিছুটা প্যাটার্ন-১ এর মতো অর্থাৎ এখানে মুবতাদা ও খবর থাকে। পার্থক্য হল এখানে মুবতাদার পর একটি অতিরিক্ত সর্বনাম আসে যা বাক্যের উপর জোর দেওয়ার জন্য মুবতাদার প্রতিশব্দ হিসেবে কাজ করে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে এই অতিরিক্ত সর্বনামটি বিভাজক হিসেবে না এলে বাক্যটি বাক্যাংশ-৬ (ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি) এ পরিণত হতো।

নিচে পবিত্র কুরআন থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হল :

বাংলা অর্থখবরসর্বনামমুবতাদা
তারাই হচ্ছে সফলকামالْمُفْلِحُونَهُمُ أُولَٰئِكَ
তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তالْخَاسِرُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্তالْمُهْتَدُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে পরহেযগারالْمُتَّقُونَ هُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে জালেমالظَّالِمُونَهُمُأُولَٰئِكَ 
তারাই হচ্ছে পাপাচারীالْفَاسِقُونَهُمُ أُولَٰئِكَ
তারাই হচ্ছে পথভ্রষ্টالضَّالُّونَهُمُ ‎أُولَٰئِكَ
তারাই হচ্ছে অবিশ্বাসীالْكَافِرُونَهُمُ أُولَٰئِكَ
তারাই হচ্ছে মুমিনالْمُؤْمِنُونَهُمُ أُولَٰئِكَ
তারাই হচ্ছে সীমালংঘনকারীالْمُعْتَدُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে সফলকামالْفَائِزُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে মিথ্যাবাদীالْكَاذِبُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে বেখেয়ালالْغَافِلُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে সীমালংঘনকারীالْعَادُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে উত্তরাধিকারীالْوَارِثُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে দ্বিগুণ লাভবানالْمُضْعِفُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে বোধশক্তিসম্পন্নأُولُو الْأَلْبَابِ هُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে সৎপথ অবলম্বনকারীالرَّاشِدُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে সত্যনিষ্ঠالصَّادِقُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে সত্যপরায়ণ الصِّدِّيقُونَهُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে দুষ্কৃতিকারী কাফেরالْكَفَرَةُ الْفَجَرَةُ هُمُأُولَٰئِكَ
তারাই হচ্ছে দোযখের ইন্ধনوَقُودُ النَّارِ هُمْأُولَٰئِكَ
এটিই হল মহাসাফল্যالْفَوْزُ الْعَظِيمُ هُوَذَٰلِكَ
এটাই হল দুরবর্তী পথভ্রষ্টতাالضَّلَالُ الْبَعِيدُ هُوَذَٰلِكَ
এটাই হল প্রকাশ্য ক্ষতিالْخُسْرَانُ الْمُبِينُ هُوَذَٰلِكَ
এটাই হল মহা অনুগ্রহالْفَضْلُ الْكَبِيرُ هُوَذَٰلِكَ
এটাই হল প্রকাশ্য সাফল্যالْفَوْزُ الْمُبِينُ هُوَذَٰلِكَ
নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ الْقَصَصُ الْحَقُّلَهُوَإِنَّ هَٰذَا
নিঃসন্দেহে এটি সুনিশ্চিত সত্যحَقُّ الْيَقِينِ لَهُوَإِنَّ هَٰذَا
নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহالْفَضْلُ الْمُبِينُلَهُوَإِنَّ هَٰذَا
নিশ্চয়ই এটা মহাসাফল্যالْفَوْزُ الْعَظِيمُ لَهُوَإِنَّ هَٰذَا
নিশ্চয়ই এটি এক স্পষ্ট পরীক্ষাالْبَلَاءُ الْمُبِينُ لَهُوَإِنَّ هَٰذَا
নিশ্চয়ই আপনিই সব কিছুর দাতাالْوَهَّابُأَنتَإِنَّكَ
নিশ্চয়ই আপনিই অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানীعَلَّامُ الْغُيُوبِأَنتَإِنَّكَ

3 comments

  1. Mashaallah such a great initiative, very precious one. May Almighty Allah rewards the Team best in this world and Akhera.

  2. ما شاء الله هذه فكرة جميل. انا طالبة جديدة لكن انا سعيدة جدا لان انا ابحث عن مثل هذا المعلم. جزاك الله خيرا استاذ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!