Gender নিয়ে আপনার জ্ঞান যাচাই করুন

লিঙ্গ(Gender)

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) কোন ইসম পুরুষবাচক আর কোনটি স্ত্রীবাচক তা পার্থক্য করা।
খ) স্ত্রীলিঙ্গ গঠনের নিয়ম যেমন – তা মারবুতা (ة), আলিফ মামদুদাহ (اء), আলিফ মাকসুরাহ (ى) বোঝা।
গ) কোরআনে ব্যবহৃত বিশেষ স্ত্রীবাচক ইসমগুলো চিনতে পারা।

১.

আরবি : رَجُلٌ
বাংলা : একজন পুরুষ।

প্রশ্ন: এটি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক?

২.

আরবি : اِمْرَأَةٌ
বাংলা : একজন মহিলা।

প্রশ্ন: এটি কোন লিঙ্গ?

৩.

আরবি : مُسْلِمَةٌ
বাংলা : একজন মুসলিম মহিলা।

প্রশ্ন: কোন চিহ্ন দ্বারা স্ত্রীবাচক হয়েছে?

৪.

আরবি : حَرْبٌ
বাংলা : যুদ্ধ।

প্রশ্ন: এটি কোন লিঙ্গ?

৫.

আরবি : شَمْسٌ
বাংলা : সূর্য।

প্রশ্ন: এটি কোন লিঙ্গ?

৬.

আরবি : أُذُنٌ
বাংলা : কান।

প্রশ্ন: এটি কোন লিঙ্গ?

৭.

আরবি : مِصْرُ
বাংলা : মিসর।

প্রশ্ন: এটি কোন লিঙ্গ?

৮.

আরবি : كُبْرَى
বাংলা : বড় (স্ত্রীবাচক রূপ)।

প্রশ্ন: কোন চিহ্ন দ্বারা স্ত্রীবাচক হয়েছে?

৯.

আরবি : بُيُوْتٌ
বাংলা : বাড়িগুলো।

প্রশ্ন: অমানবীয় বহুবচন কোন লিঙ্গে ধরা হয়?

১০.

আরবি : يَدٌ
বাংলা : হাত।

প্রশ্ন: এটি কোন লিঙ্গ?


error: Content is protected !!
Scroll to Top