ক্রিয়াবাচক বাক্য গঠন-নাহি

নাহি ক্রিয়াটি সাধারণত বাক্যের শুরুতে থাকে। এর পরে প্রয়োজন অনুযায়ী, একটি সাধারণ ক্রিয়াবাচক বাক্যের মতো, মাফ‘উল, মুতাআল্লিক বিল ফি’ল ইত্যাদি আসতে পারে। নিচে একই ধরণের প্যাটার্নের উদাহরণগুলো একসাথে দেওয়া হলো:

প্যাটার্ন-১ : ফি’ল নাহি + মাফ’উল

মাফ‘উলফি’ল নাহি
هَٰذِهِ الشَّجَرَةَلَا تَقْرَبَا 
এ গাছের তোমরা দুজন নিকটবর্তী হয়ো না 
الْمُشْرِكَاتِلَا تَنكِحُوا 
মুশরেক নারীদেরকেতোমরা বিয়ে করোনা
الشَّهَادَةَلَا تَكْتُمُوا 
সাক্ষ্যতোমরা গোপন করো না
مَالَ الْيَتِيمِلَا تَقْرَبُوا
এতীমদের সম্পদেরতোমরা কাছেও যেয়ো না
الْمِكْيَالَ وَالْمِيزَانَلَا تَنقُصُوا
পরিমাপে ও ওজনে তোমরা কম দিও না
إِلَٰهَيْنِ اثْنَيْنِلَا تَتَّخِذُوا
দুই উপাস্যতোমরা গ্রহণ করো না
تَبْذِيرًالَا تُبَذِّرْ 
কিছুতেইতুমি অপব্যয় করো না 
الشَّيْطَانَلَا تَعْبُدِ 
শয়তানকে তুমি উপাসনা করো না
بُيُوتًالَا تَدْخُلُوا 
কোনো গৃহেতোমরা প্রবেশ করো না

প্যাটার্ন-২ : ফি’ল নাহি + মুতাআল্লিক বিল ফি’ল

মুতাআল্লিক বিল ফি’লফি’ল নাহি
فِي الْأَرْضِلَا تُفْسِدُوا
দুনিয়াতে তোমরা ফাসাদ সৃষ্টি করো না 
فِي الْحَرِّلَا تَنفِرُوا
গরমের মধ্যে তোমরা অভিযানে বেরিয়ো না
مِن دُونِ اللَّهِ لَا تَدْعُ
আল্লাহ ব্যতীত তুমি ডাকবে না (কাউকে)
مَّعَ الْكَافِرِينَ لَا تَكُن
কাফেরদের সাথে তুমি থেকো না
مِن بَابٍ وَاحِدٍ لَا تَدْخُلُوا
একই দরজা দিয়ে তোমরা ঢুকো না
عَلَيْهِمْ لَا تَحْزَنْ
তাদের জন্য তুমি দুঃখ করোনা
بِصَلَاتِكَلَا تَجْهَرْ 
নামাযেতুমি আওয়াজ চড়া করো না
عَلَيْهِمْلَا تَعْجَلْ 
তাদের ব্যাপারেতুমি তাড়াহুড়া করো না
لِلشَّمْسِلَا تَسْجُدُوا 
সূর্যের প্রতিতোমরা সিজদা করো না 

প্যাটার্ন-৩ : ফি’ল নাহি + মাফ’উল + মুতাআল্লিক বিল ফি’ল

মুতাআল্লিক বিল ফি’লমাফ’উলফি’ল নাহি
بِالْبَاطِلِالْحَقَّ لَا تَلْبِسُوا 
মিথ্যার সাথেসত্যকেতোমরা মিশিয়ে দিও না 
مِّنْ إِمْلَاقٍأَوْلَادَكُم لَا تَقْتُلُوا 
দারিদ্রের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না 

প্যাটার্ন-৪ : ফি’ল নাহি + মাফ’উলুন বিহি + মুতাআল্লিক বিল ফি’ল

মুতাআল্লিক বিল ফি’লফি’ল নাহি+মাফ’উলুন বিহি
عِندَ الْمَسْجِدِ الْحَرَامِ لَا تُقَاتِلُوهُمْ
মসজিদুল হারামের নিকটে তোমরা তাদের সাথে লড়াই করো না 
فِي الْقَوْمِ الظَّالِمِينَ لَا تَجْعَلْنِي
অত্যাচারী জাতির মধ্যে তুমি আমাকে অন্তর্ভূক্ত করো না
شَرًّالَا تَحْسَبُوهُ 
খারাপতোমরা এটিকে মনে করো না
مِن بُيُوتِهِنَّلَا تُخْرِجُوهُنَّ 
তাদের ঘর থেকেতোমরা তাদের বের করে দিও না 

প্যাটার্ন-৪ : বিবিধ

ফা’ইলফি’ল নাহি+মাফ’উলুন বিহি
أَمْوَالُهُمْ وَأَوْلَادُهُمْلَا تُعْجِبْكَ
তাদের ধনসম্পত্তি ও তাদের সন্তানসন্ততি তোমাকে বিস্মিত না করে 
أَمْوَالُكُمْلَا تُلْهِكُمْ 
তোমাদের সম্পদতোমাদেরকে উদাসীন না করে 
মাফ’উলফি’ল নাহি+মাফ’উলুন বিহি
فِتْنَةًلَا تَجْعَلْنَا 
পরীক্ষার পাত্রতুমি আমাদের বানিয়ো না

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top