কুইজ-১: বাক্যাংশ

আপনি কতটুকু শিখলেন যাচাই করতে নিয়িমিত কুইজের আয়োজন থাকবে ইন শা আল্লাহ !

কুইজ-৩: বাক্যাংশ

1. 
দুটি ইসম মিলে একটি বাক্যাংশ তৈরি করতে পারে ?

2. 
দুটি হার্ফ মিলে একটি বাক্যাংশ তৈরি করতে পারে ?

3. 
একটি ইসম ও একটি হার্ফ মিলে একটি বাক্যাংশ তৈরি করতে পারে ?

4. 
জার্ ও মাজরূর বাক্যাংশে জার্ ও মাজরূর সর্বদা পাশাপাশি থাকবে ?

5. 
মাউসুফ সিফাহ বাক্যাংশে মাউসুফ ও সিফাহ সর্বদা পাশাপাশি থাকবে ?

6. 
মাউসুফ সিফাহ বাক্যাংশে মাউসুফ এর সংখ্যা এক বা একাধিক হতে পারে ?

7. 
মাউসুফ সিফাহ বাক্যাংশে সিফাহর সংখ্যা এক বা একাধিক হতে পারে ?

8. 
মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশে মুদফ ও মুদফ ইলাইহি সর্বদা পাশাপাশি থাকবে?

9. 
মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশে মুদফ নির্দিষ্ট হবে যদি __

10. 
হরফুন নাসবের জন্য যে ইসম পাওয়া যাবে উহার স্টেটাস সর্বদা ___ হবে

8 thoughts on “কুইজ-১: বাক্যাংশ”

  1. এভাবে আমরা অনেক শিখতে পারবো আলহামদুলিল্লাহ।

  2. নারগিস সুলতানা

    ভাল লাগলো আলহামদুলিললাহ

  3. নারগিস সুলতানা

    সত্যিই অনেক ভাল লাগল

  4. A. K. M. Amirul Monjur

    আমাদেরকে সহজ উপায়ে শিখানোর প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহ খইরান।

  5. আলহামদুলিল্লাহ ! আমরা আপনাদের অনেক কমেন্টের মাধ্যমে এটা জেনে আনন্দিত যে আপনারা আমাদের আরবি শিখার প্লাটফর্ম থেকে উপকৃত হচ্ছেন I আপনাদের পরিচিতজনরা ও যেন উপকৃত হতে পারে সেজন্য তাদেরকেও আমাদের প্লাটফর্মগুলোতে যুক্ত করে নিবেন প্লিজ !

    তাছাড়া আমাদের পোস্টগুলোতে যদি আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করেন ,তাহলে Facebook/Google/YouTube (algorithm) নিজে থেকেই এটা বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে I আপনার এতটুকু চেষ্টার কারণে কেউ যদি অনুপ্রাণিত হয়ে পবিত্র কুরআনের সাথে সম্পর্কে তৈরী করে , এটা আপনার ও আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে ইন শা আল্লাহ !

    কতইনা সহজ ও লাভজনক ব্যবসা !

Leave a Reply

error: Content is protected !!
Scroll to Top