কুইজ-১: বাক্যাংশ

আপনি কতটুকু শিখলেন যাচাই করতে নিয়িমিত কুইজের আয়োজন থাকবে ইন শা আল্লাহ !

কুইজ-৩: বাক্যাংশ

1. 
দুটি ইসম মিলে একটি বাক্যাংশ তৈরি করতে পারে ?

2. 
দুটি হার্ফ মিলে একটি বাক্যাংশ তৈরি করতে পারে ?

3. 
একটি ইসম ও একটি হার্ফ মিলে একটি বাক্যাংশ তৈরি করতে পারে ?

4. 
জার্ ও মাজরূর বাক্যাংশে জার্ ও মাজরূর সর্বদা পাশাপাশি থাকবে ?

5. 
মাউসুফ সিফাহ বাক্যাংশে মাউসুফ ও সিফাহ সর্বদা পাশাপাশি থাকবে ?

6. 
মাউসুফ সিফাহ বাক্যাংশে মাউসুফ এর সংখ্যা এক বা একাধিক হতে পারে ?

7. 
মাউসুফ সিফাহ বাক্যাংশে সিফাহর সংখ্যা এক বা একাধিক হতে পারে ?

8. 
মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশে মুদফ ও মুদফ ইলাইহি সর্বদা পাশাপাশি থাকবে?

9. 
মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশে মুদফ নির্দিষ্ট হবে যদি __

10. 
হরফুন নাসবের জন্য যে ইসম পাওয়া যাবে উহার স্টেটাস সর্বদা ___ হবে

8 comments

  1. এভাবে আমরা অনেক শিখতে পারবো আলহামদুলিল্লাহ।

  2. ভাল লাগলো আলহামদুলিললাহ

  3. আমাদেরকে সহজ উপায়ে শিখানোর প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহ খইরান।

  4. আলহামদুলিল্লাহ ! আমরা আপনাদের অনেক কমেন্টের মাধ্যমে এটা জেনে আনন্দিত যে আপনারা আমাদের আরবি শিখার প্লাটফর্ম থেকে উপকৃত হচ্ছেন I আপনাদের পরিচিতজনরা ও যেন উপকৃত হতে পারে সেজন্য তাদেরকেও আমাদের প্লাটফর্মগুলোতে যুক্ত করে নিবেন প্লিজ !

    তাছাড়া আমাদের পোস্টগুলোতে যদি আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করেন ,তাহলে Facebook/Google/YouTube (algorithm) নিজে থেকেই এটা বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে I আপনার এতটুকু চেষ্টার কারণে কেউ যদি অনুপ্রাণিত হয়ে পবিত্র কুরআনের সাথে সম্পর্কে তৈরী করে , এটা আপনার ও আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে ইন শা আল্লাহ !

    কতইনা সহজ ও লাভজনক ব্যবসা !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!