নামমাত্র বাক্যের উপাদান চিহ্নিতকরন-২

আরবি : وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ
বাংলা : তোমাদের বন্ধু হলো আল্লাহ ও তাঁর রসূল

প্রশ্ন:اللَّهُ” → আল্লাহ এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُّبِينٍ
বাংলা : এগুলো আল-কুরআনের এবং সুস্পষ্ট কিতাবের আয়াত

প্রশ্ন:تِلْكَ” → এগুলো এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ
বাংলা : তোমাদের বন্ধু হলো আল্লাহ ও তাঁর রসূল

প্রশ্ন:وَلِيُّكُمُ” → তোমাদের বন্ধু এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : تِلْكَ آيَاتُ الْقُرْآنِ وَكِتَابٍ مُّبِينٍ
বাংলা : এগুলো আল-কুরআনের এবং সুস্পষ্ট কিতাবের আয়াত

প্রশ্ন:آيَاتُ الْقُرْآنِ” → আল-কুরআনের আয়াত এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : إِنَّهُ السَّمِيعُ الْعَلِيمُ
বাংলা : নিঃসন্দেহে তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা

প্রশ্ন:السَّمِيعُ” → সর্বশ্রোতা এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : لِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
বাংলা : আল্লাহ্‌রই জন্যে মহাকাশমন্ডল ও পৃথিবীর রাজত্ব

প্রশ্ন:لِلَّهِ” → আল্লাহ্‌রই জন্যে এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : إِنَّ رَبَّكَ الْعَزِيزُ الْقَوِيُّ
বাংলা : নিশ্চয় তোমার পালনকর্তা সর্বশক্তিমান, পরাক্রমশালী

প্রশ্ন:إِنَّ رَبَّكَ” → নিশ্চয় তোমার পালনকর্তা এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : لَّهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
বাংলা : তাঁদের জন্যে রয়েছে, ক্ষমা ও সম্মানজনক জীবিকা

প্রশ্ন:لَّهُم” → তাদের জন্যে এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : لَّهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
বাংলা : তাঁদের জন্যে রয়েছে, ক্ষমা ও সম্মানজনক জীবিকা

প্রশ্ন:مَّغْفِرَةٌ” → ক্ষমা এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : لِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
বাংলা : আল্লাহ্‌রই জন্যে নভোমন্ডল ও ভুমন্ডলের বাহিনীসমূহ

প্রশ্ন:جُنُودُ السَّمَاوَاتِ” → নভোমন্ডলের বাহিনীসমূহ এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : لَهُ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
বাংলা : তাঁরই কাছে রয়েছে নভোমন্ডল ও ভুমন্ডলের অদৃশ্য বিষয়ের জ্ঞান

প্রশ্ন:غَيْبُ السَّمَاوَاتِ” → নভোমন্ডলের অদৃশ্য বিষয় এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ
বাংলা : তাদের জন্য ইহকালে রয়েছে লাঞ্ছনা

প্রশ্ন:فِي الدُّنْيَا” → ইহকালে এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : لَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
বাংলা : তাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি

প্রশ্ন:عَذَابٌ عَظِيمٌ” → কঠিন শাস্তি এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : فِيهَا لَهُمْ نَعِيمٌ مُّقِيمٌ
বাংলা : সেখানে তাদের জন্যে রয়েছে চিরস্থায়ী সুখসমৃদ্ধি

প্রশ্ন:نَعِيمٌ مُّقِيمٌ” → চিরস্থায়ী সুখসমৃদ্ধি এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : لَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
বাংলা : তাদের জন্য পরকালে রয়েছে কঠিন শাস্তি

প্রশ্ন:فِي الْآخِرَةِ” → পরকালে এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ
বাংলা : তাদের জন্য ইহকালে রয়েছে লাঞ্ছনা

প্রশ্ন:خِزْيٌ” → লাঞ্ছনা এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً
বাংলা : নিঃসন্দেহে এতে শিক্ষা রয়েছে

প্রশ্ন:فِي ذَٰلِكَ” → এতে এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
বাংলা : যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার

প্রশ্ন:لَهُمْ” → তাদের জন্য এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : إِنَّ رَبَّكَ مِن بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ
বাংলা : নিশ্চয় আপনার পালনকর্তা এসব বিষয়ের পরে ক্ষমাশীল, পরম দয়ালু

প্রশ্ন:مِن بَعْدِهَا” → এসব বিষয়ের পরে এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : أَنَّ لَهُمْ جَنَّاتٍ
বাংলা : যে তাদের জন্য রয়েছে জান্নাত

প্রশ্ন:أَنَّ جَنَّاتٍ” → জান্নাত এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : بِأَنَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا
বাংলা : কারণ তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব

প্রশ্ন: بِأَنَّ عَذَابًا أَلِيمًا” → বেদনাদায়ক আযাব এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

আরবি : إِنَّ رَبَّكَ مِن بَعْدِهَا لَغَفُورٌ رَّحِيمٌ
বাংলা : নিশ্চয় আপনার পালনকর্তা এসব বিষয়ের পরে ক্ষমাশীল, পরম দয়ালু

প্রশ্ন:لَغَفُورٌ” → নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

7 thoughts on “নামমাত্র বাক্যের উপাদান চিহ্নিতকরন-২”

  1. আলহামদুলিল্লাহ!
    কুইজগুলো আরবী ব্যাকরণ শিখতে অনেক বেশি কার্যকর।
    আল্লাহ রাব্বুল আল আমীন সর্বোত্তম প্রতিদান দিন।
    আমাদেরকে কোরআনের পথে অটুট রাখুন।
    আমীন।

  2. আব্দুল কাইয়ুম

    আপনাদের এই মহান খেদমত মহান আল্লাহ কবুল করুক। আমিন। আপনাদের এই খেদমত প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাক। আমিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top