প্যাটার্ন -৭ : ফি’ল + ফা’ইল + মুতাআল্লিক বিল ফি’ল + মাফ’উল
এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হলো এখানে চারটি উপাদান থাকবে যথা ফি’ল, ফা’ইল, মাফ’উল ও মুতাআল্লিক বিল ফি’ল। যেহেতু এই বাক্যে একটি বাহ্যিক ফা’ইল থাকে, এই বাক্যের ফি’লটি সর্বদা কতৃবাচ্যে (Active) ফর্মে থাকবে।ফি’ল সর্বদা অতীত বা বর্তমান/ভবিষ্যত কালের هُوَ অথবা هِيَ ফর্মে থাকবে। ফি’লটি هُوَ ফর্মের হবে যখন ফা’ইল নামপুরুষের পুরুষবাচক একবচন/দ্বিবচন/বহুবচন হবে; অন্যদিকে ফি’লটি هِيَ ফর্মের হবে যখন ফা’ইল নামপুরুষের স্ত্রীবাচক একবচন/দ্বিবচন/বহুবচন হবে।। ফা’ইল রফা স্ট্যাটাসের একটি ইসম হতে পারে আবার একটি বাক্যাংশও হতে পারে।
মাফ’উল একটি নাসব স্ট্যাটাসের ইসম হতে পারে অথবা একটি বাক্যাংশও হতে পারে। মুতাআল্লিক বিল ফি’ল সর্বদা হয় একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ হবে। প্যাটার্ন-৬ এর সাথে প্যাটার্ন-৭ এর একমাত্র পার্থক্য হলো এখানে মুতাআল্লিক বিল ফি’ল মাফ’উলের আগে আসে।
নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হলো
মাফ’উল | মুতাআল্লিক বিল ফি’ল | ফা’ইল | ফি’ল |
---|---|---|---|
الْآيَاتِ | لَكُمُ | اللَّهُ | يُبَيِّنُ |
নিদর্শনসমুহ | তোমাদের জন্য | আল্লাহ্ | বর্ণনা করেন |
آيَاتِهِ | لَكُمْ | اللَّهُ | يُبَيِّنُ |
তার নিদর্শনসমুহ | তোমাদের জন্য | আল্লাহ্ | বর্ণনা করেন |
حَاشِرِينَ | فِي الْمَدَائِنِ | فِرْعَوْنُ | أَرْسَلَ |
সংগ্রাহকদেরকে | শহরে | ফেরাউন | পাঠালো |
أَمْثَالَهُمْ | لِلنَّاسِ | اللَّهُ | يَضْرِبُ |
তাদের দৃষ্টান্তসমূহ | মানুষের জন্যে | আল্লাহ্ | বর্ণনা করেন |
مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا | لَهُم | اللَّهُ | أَعَدَّ |
ক্ষমা ও মহাপুরষ্কার | তাদের জন্য | আল্লাহ্ | প্রস্তুত করেছেন |
عَذَابًا شَدِيدًا | لَهُمْ | اللَّهُ | أَعَدَّ |
কঠোর শাস্তি | তাদের জন্য | আল্লাহ্ | প্রস্তুত করেছেন |
جَنَّاتٍ | لَهُمْ | اللَّهُ | أَعَدَّ |
স্বর্গোদ্যানসমূহ | তাদের জন্য | আল্লাহ্ | প্রস্তুত করেছেন |
لَآيَاتٍ | فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ | اللَّهُ | خَلَقَ |
নিদর্শনসমূহ | আসমান ও যমীনে | আল্লাহ্ | সৃষ্টি করেছেন |