ক্রিয়াবাচক বাক্যের প্যাটার্ন-৯ : (ফি’ল+মাফ’উলুন বিহি) + মুতাআল্লিক বিল ফি’ল

প্যাটার্ন-৯ : (ফি’ল+মাফ’উলুন বিহি) + মুতাআল্লিক বিল ফি’ল

এই প্যাটার্নের বাক্যের বৈশিষ্ট্য হলো এখানে তিনটি উপাদান থাকবে যথা ফি’ল, মাফ’উলুন বিহি ও মুতাআল্লিক বিল ফি’ল। মাফ’উলুন বিহি সর্বদা একটি যুক্ত সর্বনাম হবে এবং যার স্টেটাস নাসব হিসাবে পরিগণিত হবে। মাফ’উলুন বিহিও এক ধরণের মাফ’উল। যেহেতু এটা সর্বদা একটি যুক্ত সর্বনাম হবে, তাই এটাকে আলাদা করে নাম দেয়া হয়েছে।

মুতাআল্লিক বিল ফি’ল সর্বদা হয় একটি জার্ মাজরূর অথবা বিশেষ মুদফ ও মুদফ ইলাইহি বাক্যাংশ হবে।

নিচে পবিত্র কুরআনুল কারীম থেকে এই প্যাটার্নের বাক্যের কিছু উদাহরণ দেয়া হলো:

মুতাআল্লিক বিল ফি’লফি’ল+মাফ’উলুন বিহি
مِّن نَّفْسٍ وَاحِدَةٍخَلَقَكُم
এক ব্যক্তি থেকেতিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন
مِّن طِينٍ خَلَقَكُم
মাটির থেকেতিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন
مِّن تُرَابٍخَلَقَكُم
মাটির থেকেতিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন
مِّن ضَعْفٍخَلَقَكُم
দূর্বল অবস্থায়তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন
إِلَىٰ أُمِّهِرَدَدْنَاهُ  
তাঁর মায়ের কাছেআমরা তাঁকে ফিরিয়ে দিলাম
فِي ظُلُمَاتٍتَرَكَهُمْ
অন্ধকারেতিনি তাদেরকে ছেড়ে দিলেন
مِّنْ آلِ فِرْعَوْنَ أَنجَيْنَاكُم
ফিরআউনের লোকদের থেকেআমরা তোমাদের উদ্ধার করেছিলাম
مِّنْ عَدُوِّكُمْ أَنجَيْنَاكُم
তোমাদের শক্রুর থেকেআমরা তোমাদের উদ্ধার করেছিলাম
فِي الدُّنْيَااصْطَفَيْنَاهُ
পৃথিবীতেআমরা তাকে মনোনীত করেছি
مِّن مَّكَانٍ بَعِيدٍ رَأَتْهُم
দূর জায়গা থেকেএটি তাদের দেখতে পেয়েছিলো
مِّن جَنَّاتٍ وَعُيُونٍأَخْرَجْنَاهُم
বাগানসমূহ ও ঝরনারাজি থেকেআমরা তাদের বের করলাম
error: Content is protected !!
Scroll to Top