বাংলা | আরবি | বাংলা | আরবি |
---|---|---|---|
পালনকর্তা, রব | رَبٌّ | প্রথম | الأَوَّلُ |
পরম দয়ালু | الرَّحْمٰنُ | শেষ | الآخِرُ |
দয়াময় | الرَّحِيمُ | অন্য (স্ত্রীলিঙ্গ) | أُخْرَىٰ |
শান্তি | السَّلَامُ | বিশ্বস্ত | الأَمِينُ |
সব শোনেন যিনি | السَّمِيعُ | স্পষ্ট দেখেন যিনি | البَصِيرُ |
কৃতজ্ঞ | الشَّكُورُ | দূর | البَعِيدُ |
পরাক্রমশালী | العَزِيزُ | অতিশয় ক্ষমাকারী | التَّوَّابُ |
মহান | العَظِيمُ | সংরক্ষণকারী | الحَفِيظُ |
ক্ষমাশীল | الغَفُورُ | প্রজ্ঞাবান, জ্ঞানী | الحَكِيمُ |
সর্বশক্তিমান | القَدِيرُ | সহনশীল | الحَلِيمُ |
সতর্ককারী | النَّذِيرُ / نُذُرٌ | প্রশংসনীয় | الحَمِيدُ |
শক্তিশালী সাহায্যকারী | النَّصِيرُ | অন্তরঙ্গ বন্ধু; ফুটন্ত পানি | الحَمِيمُ |
তত্ত্বাবধায়ক | الوَكِيلُ | সবজান্তা; সম্যক অবগত | الخَبِيرُ |
নিচে প্রতিটি শব্দের জন্য কুরআনের আয়াত এবং বাংলা অর্থ দেয়া হলো:
- رَبٌّ
ٱلْـحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সকল জগতের পালনকর্তা। (সূরা ফাতিহা, ১:২)
- الرَّحْمٰنُ
الرَّحْمَـٰنُ عَلَى ٱلْعَرْشِ ٱسْتَوَىٰ
অর্থ: দয়াময় আল্লাহ আরশের উপর সমাসীন। (সূরা ত্বাহা, ২০:৫)
- الرَّحِيمُ
وَكَانَ بِٱلْمُؤْمِنِينَ رَحِيمًا
অর্থ: তিনি মু’মিনদের প্রতি দয়ালু। (সূরা আহযাব, ৩৩:৪৩)
- السَّلَامُ
سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ ٱلْفَجْرِ
অর্থ: তা শান্তি, ফজরের উদয় পর্যন্ত। (সূরা কদর, ৯৭:৫)
- السَّمِيعُ
إِنَّهُ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
অর্থ: নিশ্চয় তিনি সবিশেষ শ্রবণকারী, সর্বজ্ঞ। (সূরা শুরা, ৪২:১১)
- الشَّكُورُ
وَكَانَ ٱللَّهُ شَاكِرًا عَلِيمًا
অর্থ: আল্লাহ কৃতজ্ঞ গ্রহণকারী ও সর্বজ্ঞ। (সূরা নিসা, ৪:১৪৭)
- العَزِيزُ
وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
অর্থ: আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সূরা হাশর, ৫৯:২৪)
- العَظِيمُ
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ
অর্থ: আপনার মহান প্রভুর নাম পবিত্র রাখুন, যিনি সৃষ্টি করেছেন ও সবকিছু সুবিন্যস্ত করেছেন। (সূরা আল-আ’লা, ৮৭:১-২)
- الغَفُورُ
وَٱللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
অর্থ: আর আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। (সূরা বাকারা, ২:১৭৩)
- القَدِيرُ
إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
অর্থ: নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর সক্ষম। (সূরা বাকারা, ২:২০)
- النَّذِيرُ
إِنَّمَا أَنتَ مُنذِرٌ
অর্থ: আপনি তো শুধু একজন সতর্ককারী। (সূরা ফাতির, ৩৫:২৩)
- النَّصِيرُ
وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
অর্থ: আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। (সূরা গাশিয়া, ৮৮:১৯)
- الوَكِيلُ
وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا
অর্থ: আল্লাহই যথেষ্ট তত্ত্বাবধায়ক। (সূরা নিসা, ৪:৮১)
- الأَوَّلُ
هُوَ ٱلْأَوَّلُ وَٱلْآخِرُ
অর্থ: তিনিই সর্বপ্রথম এবং সর্বশেষ। (সূরা হাদিদ, ৫৭:৩)
- الآخِرُ
(একই আয়াত উপরে উল্লেখ আছে)
- أُخْرَىٰ
وَإِذَا كَانَ عِندَهُمُ ٱلْأَمْرُ جَامِعًا جَاءُوٓا۟ فِيهِۦ ۖ قُل لَّوْ كُنتُمْ فِى ٱلدَّارِ ٱلْأُخْرَىٰ
অর্থ: বলো, যদি তোমরা অন্য ঘরে থাকতে তাহলে কি এসে থাকতে? (সূরা আল ইমরান, ৩:১৫৪)
- الأَمِينُ
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
অর্থ: আমি তো তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। (সূরা আশ-শু’আরা, ২৬:১০৭)
- البَصِيرُ
إِنَّهُ بِعِبَادِهِ خَبِيرٌۢ بَصِيرٌ
অর্থ: তিনি তাঁর বান্দাদের ব্যাপারে সবিশেষ অবগত, সব দেখেন। (সূরা আশ-শূরা, ৪২:২৭)
- التَّوَّابُ
إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ
অর্থ: তিনি তো অতিশয় তাওবা গ্রহণকারী, দয়াময়। (সূরা তওবা, ৯:১০৪)
- الحَفِيظُ
وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ حَفِيظٌ
অর্থ: আর আপনার প্রতিপালক সব কিছুর সংরক্ষক। (সূরা সাবা, ৩৪:২১)
- الحَكِيمُ
وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
অর্থ: তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সূরা হাশর, ৫৯:২৪)
- الحَلِيمُ
إِنَّ رَبَّكَ لَغَفُورٌ حَلِيمٌ
অর্থ: নিশ্চয়ই আপনার প্রতিপালক পরম ক্ষমাশীল ও সহনশীল। (সূরা ইউনুস, ১০:৯২)
- الحَمِيدُ
وَهُوَ ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ لَهُ ٱلْحَمْدُ
অর্থ: তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তাঁরই প্রশংসা। (সূরা তাগাবুন, ৬৪:১)
- الحَمِيمُ
يُسْقَىٰ مِن مَّآءٍ صَدِيدٍ يَتَجَرَّعُهُۥ وَلَا يَكَادُ يُسِيغُهُ
অর্থ: তাকে ফুটন্ত দুর্গন্ধযুক্ত পানি পান করানো হবে, যা সে গিলে ফেলবে; কিন্তু গিলতে পারবে না। (সূরা ইবরাহিম, ১৪:১৬-১৭)
- الخَبِيرُ
إِنَّ رَبِّي لَطِيفٌ لِّمَا يَشَآءُ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْخَبِيرُ
অর্থ: নিশ্চয়ই আমার প্রতিপালক যা ইচ্ছা করেন তাতে দয়ার দৃষ্টিতে লক্ষ্য রাখেন, তিনি সর্বজ্ঞ, সবজ্ঞ। (সূরা ইউসুফ, ১২:১০০)