পবিত্র কুরআনের শব্দভাণ্ডার -৮

বাংলাআরবিবাংলাআরবি
সর্বাধিক কঠিনأَشَدُّকঠিন, শক্তিশালীشَدِيدٌ
উচ্চতম, শ্রেষ্ঠأَعْلَىٰউচ্চ, মহানعَلِيٌّ
অধিক জ্ঞানী, সবজান্তাأَعْلَمُজ্ঞানীعَلِيمٌ
নিকটতমأَقْرَبُনিকটেقَرِيبٌ
বড়, সবচেয়ে বড়أَكْبَرُবড়كَبِيرٌ
অধিক, সবচেয়ে বেশিأَكْثَرُঅনেক, প্রচুরكَثِيرٌ
উত্তম, সবচেয়ে ভালোأَحْسَنُদ্রুত, তৎপরسَرِيعٌ
অধিক হকদারأَحَقُّপ্রবল, পরাক্রমশালীقَهَّارٌ
অধিক নিচু বা কাছেরأَدْنَىٰঅতিশয় ক্ষমাশীলغَفَّارٌ
সবচেয়ে জালিমأَظْلَمُঅল্পقَلِيلٌ
অধিক হেদায়েতপ্রাপ্তأَهْدَىٰসম্মানিত, উদারكَرِيمٌ
অধিক নিকটবর্তী, অধিক উপযুক্তأَوْلَىٰকোমল, সূক্ষ্মلَطِيفٌ
অধিক প্রিয়أَحَبُّদানকারীوَهَّابٌ

এখানে প্রতিটি আরবি শব্দের জন্য পবিত্র কুরাআনুল কারিম থেকে উদাহরণ ও বাংলা অনুবাদসহ দেয়া হলো :

1. أَشَدُّ

إِنَّ أَشَدَّ ٱلنَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُوا ٱلْيَهُودَ
অর্থ: যারা ঈমান এনেছে, তাদের প্রতি সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। (সূরা আল-মায়িদাহ, ৫:৮২)

2. شَدِيدٌ

إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
অর্থ: নিশ্চয়ই আপনার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠিন। (সূরা আল-বুরুজ, ৮৫:১২)

3. أَعْلَىٰ

سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى
অর্থ: তোমার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন প্রভুর নাম পবিত্রতা ঘোষণা কর। (সূরা আল-আ‘লা, ৮৭:১)

4. عَلِيٌّ

وَأَنَّهُۥ ٱلْعَلِيُّ ٱلْكَبِيرُ
এবং তিনি অত্যুচ্চ, মহান। (সূরা হাজ্জ, ২২:৬২)

5. أَعْلَمُ

قُلْ أَأَنتُمْ أَعْلَمُ أَمِ ٱللَّهُ
অর্থ: বল, তোমরাই কি অধিক জ্ঞানী, না আল্লাহ? (সূরা বাকারা, ২:১৪০)

6. عَلِيمٌ

وَٱللَّهُ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
অর্থ: আল্লাহ অন্তরের গোপন কথা সম্যক অবগত। (সূরা আল-ইমরান, ৩:১১৯)

7. أَقْرَبُ

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
অর্থ: আর আমরা তার চাইতেও অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা দেখো না। (সূরা আল-ওয়াকিয়া, ৫৬:৮৫)

8. قَرِيبٌ

إِنَّ رَحْمَتَ ٱللَّهِ قَرِيبٌ مِّنَ ٱلْمُحْسِنِينَ
অর্থ: নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। (সূরা আরাফ, ৭:৫৬)

9. أَكْبَرُ

وَٱللَّهُ أَكْبَرُ
অর্থ: আল্লাহই মহানতম। (সূরা আল-মুদ্দাসসির, ৭৪:৩)

10. كَبِيرٌ

عَالِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ ٱلْكَبِيرُ ٱلْمُتَعَالِ
অর্থ: তিনি অদৃশ্য ও দৃশ্যজগতের জ্ঞাত, মহান ও শ্রেষ্ঠ। (সূরা রা’দ, ১৩:৯)

11. أَكْثَرُ

وَلَٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَشْكُرُونَ
অর্থ: কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। (সূরা ইউসুফ, ১২:৩৮)

12. كَثِيرٌ

وَإِن تُطِعْ أَكْثَرَ مَن فِى ٱلْأَرْضِ يُضِلُّوكَ عَن سَبِيلِ ٱللَّهِ
অর্থ: যদি তুমি পৃথিবীর অধিকাংশের কথা মানো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। (সূরা আন-আম, ৬:১১৬)

13. أَحْسَنُ

ٱلَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ
অর্থ: যিনি সব কিছুকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। (সূরা সাজদা, ৩২:৭)

14. سَرِيعٌ

إِنَّ رَبَّكَ سَرِيعُ ٱلْعِقَابِ
অর্থ: নিশ্চয়ই আপনার রব শাস্তিতে দ্রুত। (সূরা আরাফ, ৭:১৬৭)

15. أَحَقُّ

وَٱللَّهُ وَرَسُولُهُۥ أَحَقُّ أَن يُرْضُوهُ
অর্থ: আল্লাহ ও তাঁর রাসূল অধিক হকদার যে, তাঁকে সন্তুষ্ট রাখা হোক। (সূরা তাওবা, ৯:৬২)

16. قَهَّارٌ

وَهُوَ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ
অর্থ: তিনি একক, প্রবল পরাক্রমশালী। (সূরা রা’দ, ১৩:১৬)

17. أَدْنَىٰ

ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
অর্থ: তিনি নিকটবর্তী হলেন, আরও কাছে এলেন — দুই ধনুকের ব্যবধান বা তার চেয়েও কম। (সূরা নجم, ৫৩:৮-৯)

18. غَفَّارٌ

رَبِّ ٱلسَّمَاوَاتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلْعَزِيزِ ٱلْغَفَّارِ
অর্থ: আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, যিনি পরাক্রমশালী ও অতিশয় ক্ষমাশীল। (সূরা সাদ, ৩৮:৬৬)

19. أَظْلَمُ

وَمَنْ أَظْلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ
অর্থ: তার চেয়ে অধিক জালিম আর কে, যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে? (সূরা সূরা যুমার, ৩৯:৩২)

20. قَلِيلٌ

وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ ٱلشَّكُورُ
অর্থ: আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। (সূরা সাবা, ৩৪:১৩)

21. أَهْدَىٰ

وَإِنَّكَ لَتَهْدِي إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
অর্থ: নিশ্চয় আপনি সোজা পথে দিকনির্দেশ করেন। (সূরা শূরা, ৪২:৫২)

22. كَرِيمٌ

يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ
অর্থ: হে মানুষ! কী তোমাকে তোমার মহান প্রতিপালকের ব্যাপারে ধোঁকায় ফেলেছে? (সূরা ইনফিতার, ৮২:৬)

23. أَوْلَىٰ

فَأُوْلَىٰ لَهُمْ
অর্থ: তবে ধ্বংসই তাদের উপযুক্ত। (সূরা কিয়ামাহ, ৭৫:৩৪)

24. لَطِيفٌ

إِنَّ رَبِّي لَطِيفٌ لِّمَا يَشَآءُ
অর্থ: নিশ্চয়ই আমার রব যা ইচ্ছা করেন, তাতে তিনি সুচারু ও সূক্ষ্ম। (সূরা ইউসুফ, ১২:১০০)

25. أَحَبُّ

قُلْ إِن كَانَ آبَآؤُكُمْ… أَحَبَّ إِلَيْكُم مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِ
অর্থ: বলুন, যদি তোমাদের পিতা… আল্লাহ ও তাঁর রাসূলের চেয়ে অধিক প্রিয় হয়… (সূরা তাওবা, ৯:২৪)

26. وَهَّابٌ

رَبِّ ٱلَّا تُذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ ٱلْوَٰرِثِينَ
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে একাকী রেখো না, তুমি তো সর্বোত্তম দাতা। (সূরা আম্বিয়া, ২১:৮৯)

error: Content is protected !!
Scroll to Top