ফ্যামিলি -৩ : جَاهَدَ
এখানে جَاهَدَ ফ্যামিলির ৮টি নিয়মিত ক্রিয়া/ফি’ল রয়েছে। এই ৮টি ক্রিয়া কুরআনে বিভিন্ন রূপে মোট ২৫৭ বার ব্যবহৃত হয়েছে। আসুন আমরা ধীরে ধীরে, আমাদের নিজস্ব গতিতে একটু একটু করে ক্রিয়া/ফি’লগুলোর সাথে পরিচিত হই ।
مَفْعُول | فَاعِلٌ | النَّهْيُ | الْأَمْرُ | الْمُضَارِع | الْمَاضِي | |
---|---|---|---|---|---|---|
বাংলা অর্থ | কর্ম | কর্তা | নিষেধবাচক | আদেশবাচক | বর্তমান/ভবিষ্যৎ কাল | অতীত কাল |
প্রানপণ চেষ্টা করা | مُجَاهَدٌ | مُجَاهِدٌ | لَا تُجَاهِدْ | جَاهِدْ | يُجَاهِدُ | جَاهَدَ |
বরকত দেওয়া | مُبَارَكٌ | مُبَارِكٌ | لَا تُبَارِكْ | بَارِكْ | يُبَارِكُ | بَارَكَ |
তর্ক করা | مُجَادَلٌ | مُجَادِلٌ | لَا تُجَادِلْ | جَادِلْ | يُجَادِلُ | جَادَلَ |
হিসাব নেওয়া | مُحَاسَبٌ | مُحَاسِبٌ | لَا تُحَاسِبْ | حَاسِبْ | يُحَاسِبُ | حَاسَبَ |
গুণ বৃদ্ধি করা | مُضَاعَفٌ | مُضَاعِفٌ | لَا تُضَاعِفْ | ضَاعِفْ | يُضَاعِفُ | ضَاعَفَ |
যুদ্ধ করা | مُقَاتَلٌ | مُقَاتِلٌ | لَا تُقَاتِلْ | قَاتِلْ | يُقَاتِلُ | قَاتَلَ |
মুনাফিক হওয়া/ কপটতা করা | مُنَافَقٌ | مُنَافِقٌ | لَا تُنَافِقْ | نَافِقْ | يُنَافِقُ | نَافَقَ |
হিজরত করা | مُهَاجَرٌ | مُهَاجِرٌ | لَا تُهَاجِرْ | هَاجِرْ | يُهَاجِرُ | هَاجَرَ |
- الماضي /অতীত কাল/Perfect : এমন ক্রিয়া যা অতীতে সংঘটিত হয়েছে।
- المضارع/বর্তমান/ভবিষ্যৎ কাল/Imperfect : এমন ক্রিয়া যা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হতে পারে।
- الأمر /আদেশবাচক/Command: অন্য কাউকে কোনো কাজ করতে বলার জন্য ব্যবহৃত ক্রিয়া।
- النهي/নিষেধবাচক/Forbid: কাউকে কোনো কাজ করতে নিষেধ করার জন্য ব্যবহৃত ক্রিয়া (যেমন: “করো না”)।
- فاعلٌ/কর্তা/Subject/Doer : যে কাজটি করে, অর্থাৎ ক্রিয়ার কর্তা।
- مفعولٌ/কর্ম/Object: যার ওপর কাজটি সম্পাদিত হয়, অর্থাৎ ক্রিয়ার বস্তু।
চলুন ! একটি গল্পের মাধ্যমে শব্দগুলো পুনরালোচনা করি।
দামেস্কের এক যুবকের সংগ্রামের গল্প
দামেস্কের উপকণ্ঠে বসবাস করত এক যুবক, নাম আমির। সে ছিল সদা ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং আল্লাহভীরু।
হঠাৎ একদিন তার বাবা ইন্তেকাল করেন। তখন থেকেই পরিবারের দায়িত্ব এসে পড়ে আমিরের কাঁধে।
সে একটি ছোট্ট দোকান দিয়ে ব্যবসা শুরু করে। শুরুর দিকে দু’বেলা আহার জোটাতেও তাকে হিমশিম খেতে হতো। প্রতিদিন সকালে বের হতো, আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরত।
রাতের নিঃস্তব্ধতায় সে আল্লাহর কাছে হালাল রিজিকের জন্য সাহায্য চাইত ।
একদিন এক দরিদ্র মুসাফির তার দোকানে এসে দাঁড়াল। ক্ষুধায় ক্লান্ত চোখ।
আমির বিনা মূল্যে তাকে খাদ্য ও পানি দিল।
এক বৃদ্ধা দূর থেকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল,
তুমি তো নিজেই কষ্টে আছো, তবুও এমন উদারতা?
আমির মুচকি হেসে বলল,
“আমি আল্লাহর পথে প্রাণপণ চেষ্টা করছি ( جَاهَدَ ) । নিশ্চয়ই, আল্লাহই আমার রিজিকের মালিক।”
তার এই ইখলাস ও দানের কারণে ধীরে ধীরে লোকজন তার প্রতি আস্থা রাখতে শুরু করল। কিছুদিন পর দোকানে বরকত আসতে লাগল, মালামাল বিক্রি বাড়ল, লাভও হতে লাগল।
মানুষ বলতে লাগল, “তোমার ব্যবসায় তো সত্যিই আল্লাহ বরকত দিয়েছেন (بَارَكَ)।” আমির বলত, “নিশ্চয়ই, আল্লাহ আমার সামান্য কাজকে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন (ضَاعَفَ)।”
তবে সবাই খুশি ছিল না। পাড়ার এক ব্যক্তি হিংসা থেকে প্রতিনিয়ত তাকে নিয়ে তর্ক করত (جَادَلَ)।
সে বলতো,
“তোমার এসব দান খাঁটি মনে হয় না, লোক দেখানো !”
আমির শান্তভাবে বলত,
“তর্কে জেতা চাই না, আমি চাই আল্লাহ সন্তুষ্ট থাকুন।”
প্রতিদিন রাতে আমির নিজেকে প্রশ্ন করতো,
“আজ কারো মনে কষ্ট দিয়েছি? আজ কি আমার আয় হালাল ছিল?”
সে প্রতিদিন নিজের আমল হিসাব করত (حَاسَبَ)।
তবে হঠাৎ একদিন শহরে যুদ্ধের ঘোষণা এলো। শত্রুপক্ষ মুসলিমদের ওপর আক্রমণ করতে উদ্যত।
আমির কোনো দ্বিধা না করে সত্যের পক্ষে দাঁড়াল এবং মুসলমানদের পক্ষে যুদ্ধ করল (قَاتَلَ)।
তবে চারপাশে এমন কিছু লোকও ছিল, যারা বাইরে থেকে মুসলমানের মুখোশ পরে ছিল, অথচ ভেতরে ভেতরে মুনাফিকি করতো (نَافَقَ) ।
আমির তাদের ফিতনা থেকে সতর্ক থাকত ।
যুদ্ধ শেষ হলেও শহরে শান্তি আর ফিরল না। শত্রুরা নতুন ষড়যন্ত্র করছিল।
তখন আমির শহর ছেড়ে হিজরত করল (هَاجَرَ) — এক নিরাপদ শহরে, যেখানে সে আবার জীবন শুরু করল।
চলুন ! আমরা এখন উপরের শব্দগুলোর উপর একটি কুইজ সমাধান করি ইন শা আল্লাহ।
কুইজ:
১. “প্রাণপণ চেষ্টা করা” এর আরবি অতীত কাল কী?
A) نَصَرَ
B) كَتَبَ
C) جَاهَدَ
D) ذَهَبَ
২. “বরকত দেওয়া” এর আরবি অতীত কাল কী?
A) أَكَلَ
B) بَارَكَ
C) فَتَحَ
D) غَفَرَ
৩. “তর্ক করা” এর অতীত কালের আরবি ক্রিয়া কোনটি?
A) سَمِعَ
B) بَكَى
C) جَادَلَ
D) جَلَسَ
৪. “হিসাব নেওয়া” এর অতীত কাল কী?
A) عَلِمَ
B) دَفَعَ
C) قَرَأَ
D) حَاسَبَ
৫. “গুণ বৃদ্ধি করা” এর অতীত কাল কী?
A) ضَاعَفَ
B) ضَرَبَ
C) خَلَقَ
D) سَأَلَ
৬. “যুদ্ধ করা” এর অতীত কালের সঠিক রূপ কোনটি?
A) قَاتَلَ
B) كَذَبَ
C) نَزَلَ
D) نَفَعَ
৭. “মুনাফিক হওয়া / কপটতা করা” এর অতীত কাল কী?
A) نَافَقَ
B) فَتَنَ
C) جَرَى
D) سَكَنَ
৮. “হিজরত করা” এর অতীত কালের আরবি রূপ কোনটি?
A) كَسَبَ
B) هَاجَرَ
C) دَخَلَ
D) مَاتَ
উত্তর তালিকা :
১. C) جَاهَدَ | ২. B) بَارَكَ | ৩. C) جَادَلَ |
৪. D) حَاسَبَ | ৫. A) ضَاعَفَ | ৬. A) قَاتَلَ |
৭. A) نَافَقَ | ৮. B) هَاجَرَ |