ইসম ও হারফ | সারণি-১৫

সারণি-১৫

বাংলাআরবিবাংলাআরবি
জীবজন্তু, জীবন্ত সৃষ্টিدَابَّةٌঅন্ধأَعْمَىٰ
মর্যাদা, স্তরدَرَجَاتٌবুদ্ধিমান, বিবেকসম্পন্নأُلُو ٱلْأَلْبَابِ
পথ, অভ্যাসسُنَّةٌজমিন, সৎকর্মশীলبَرٌّ
সুপারিশشَفَاعَةٌপৌঁছানো, বার্তা পৌঁছানোبَلَٰغٌ
প্রতিদান/ন্যায়বিচারعَدْلٌকন্যাبَنَاتٌ
অভিশাপلَعْنَةٌসুসংবাদبُشْرَىٰ
যদি এমন হতোلَيْتَদরজাبَابٌ
শহরمَدِينَةٌব্যাখ্যা, তাফসীরتَأْوِيلٌ
রোগمَرَضٌমাটিتُرَابٌ
অবস্থানمَقَامٌতিনثَلَاثَةٌ
রাজাمَلِكٌফলثَمَرَاتٌ
ধর্মمِلَّةٌসীমা, সীমারেখাحُدُودٌ
সংবাদ, বার্তাنَبَأٌসর্বোত্তম, সেরাأَحْسَنُ

সারণি-১৫ : কুইজ

জীবজন্তু, জীবন্ত সৃষ্টি → কোনটি সঠিক?

অন্ধ → কোনটি সঠিক?

মর্যাদা, স্তর → কোনটি সঠিক?

বুদ্ধিমান, বিবেকসম্পন্ন → কোনটি সঠিক?

পথ, অভ্যাস → কোনটি সঠিক?

জমিন, সৎকর্মশীল, ধার্মিক → কোনটি সঠিক?

সুপারিশ → কোনটি সঠিক?

পৌঁছানো, বার্তা পৌঁছানো → কোনটি সঠিক?

প্রতিদান/ন্যায়বিচার → কোনটি সঠিক?

কন্যা → কোনটি সঠিক?

অভিশাপ → কোনটি সঠিক?

সুসংবাদ → কোনটি সঠিক?

যদি এমন হতো (অভিলাষসূচক) → কোনটি সঠিক?

দরজা → কোনটি সঠিক?

শহর → কোনটি সঠিক?

রোগ → কোনটি সঠিক?

মাটি → কোনটি সঠিক?

অবস্থান/মর্যাদার স্থান → কোনটি সঠিক?

তিন → কোনটি সঠিক?

রাজা → কোনটি সঠিক?

আপনারা যদি হার্ড কপি থেকে পড়তে পছন্দ করেন, তাহলে “কুরআনের শব্দাবলি – ১-২ একত্রে” বইটি কালেক্ট করে নিতে পারেন।

21 thoughts on “ইসম ও হারফ | সারণি-১৫”

  1. আলহামদুলিল্লাহ। ১– ১৫ সারনী র সব গুলো দেখলাম। কুইজের উত্তর দিয়ে যাচাই করে নিলাম। কুরআনের শব্দাবলীর ১ ২নং বই বহু দিন আগেই সংগ্রহ করেছি। সমস্যা হলো বই থেকে পড়তে কষ্ট হয়।শিকরান। জাযাকাল্লাহু খাইরন কাসীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top