ইসম ও হারফ | সারণি-১০

সারণি-১০

বাংলাআরবিবাংলাআরবি
সাথী, সঙ্গীصَاحِبٌ، أَصْحَابٌআখিরাতٱلْآخِرَةُ
জান্নাতجَنَّةٌ، جَنَّاتٌকিয়ামতقِيَامَةٌ
জাহান্নামجَهَنَّمُকিয়ামতের ঘণ্টা / সময়سَاعَةٌ
জাহান্নামجَحِيمٌদিনيَوْمٌ، أَيَّامٌ
প্রতিদানثَوَابٌসেই দিনيَوْمَئِذٍ
শাস্তিعَذَابٌনির্ধারিত সময়أَجَلٌ
সুখ ও আনন্দنَعِيمٌনির্ধারিত, স্থিরمُسَمًّى
জ্বলন্ত আগুনسَعِيرٌগন্তব্য; চূড়ান্ত পরিণতিمَصِيرٌ
বেদনাদায়কأَلِيمٌআশ্রয়স্থল, আবাসস্থলمَأْوًى
চিরকাল, চিরস্থায়ীأَبَدًاপ্রতিদান, বিনিময়أَجْرٌ، أُجُورٌ
নদীنَهْرٌ، أَنْهَارٌপ্রতিদান, পুরস্কারجَزَاءٌ
আগুনنَارٌপরিণতি, শেষعَاقِبَةٌ
ধ্বংস হোক, আফসোস হোকوَيْلٌপাপের ফলস্বরূপ শাস্তিعِقَابٌ
সারণি-১০: কুইজ

সারণি-১০: কুইজ

আপনারা যদি হার্ড কপি থেকে পড়তে পছন্দ করেন, তাহলে “কুরআনের শব্দাবলি – ১-২ একত্রে” বইটি কালেক্ট করে নিতে পারেন।

11 thoughts on “ইসম ও হারফ | সারণি-১০”

  1. 18. নং কুইজে প্রতিদান, পুরষ্কার এর আরবী কি?
    উ: اجر
    শব্দের অর্থে দেওয়া আছে
    جزاء = প্রতিদান, পুরষ্কার।
    26. নং কুইজে ও উল্টো টা দেওয়া আছে।
    বিষয় টা ক্লিয়ার করলে ভালো হতো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top