ইসম ও হারফ | সারণি-২

মুক্ত সর্বনাম ও যুক্ত সর্বনাম

বাংলাআরবিবাংলাআরবি
তার, তাকে (পুং)هُসে (পুং)هُوَ
তাদের, তাদেরকে (পুং)هُمْতারা (পুং)هُمْ
তোমার, তোমাকে (পুং)كَতুমি (পুং)أَنْتَ
তোমাদের, তোমাদেরকে (পুং)كُمْতোমরা (পুং)أَنْتُمْ
আমার, আমাকে (পুং/স্ত্রী)يআমি (পুং/স্ত্রী)أَنَا
আমাদের, আমাদেরকে (পুং/স্ত্রী)نَاআমরা (পুং/স্ত্রী)نَحْنُ
তার, তাকে (স্ত্রী)هَاসে (স্ত্রী)هِيَ
তাদের, তাদেরকে (স্ত্রী)هُنَّতারা (স্ত্রী)هُنَّ
তোমার, তুমি (স্ত্রী)كِতুমি (স্ত্রী)أَنْتِ
তোমাদের, তোমরা (স্ত্রী)كُنَّতোমরা (স্ত্রী)أَنْتُنَّ
তাদের, তাদেরকে (যুগল)هُمَاতারা (যুগল)هُمَا
তোমাদের/তোমরা দুজন(যুগল)كُمَاতোমরা দুজন (যুগল)أَنْتُمَا

সারণি-২ : কুইজ

সে (পুং) → কোনটি সঠিক?

তার, তাকে (পুং) → কোনটি সঠিক?

তারা (পুং) → কোনটি সঠিক?

তোমার, তোমাকে (পুং) → কোনটি সঠিক?

তোমরা (পুং) → কোনটি সঠিক?

আমি (পুং/স্ত্রী) → কোনটি সঠিক?

আমাদের, আমাদেরকে (পুং/স্ত্রী) → কোনটি সঠিক?

সে (স্ত্রী) → কোনটি সঠিক?

তাদের, তাদেরকে (স্ত্রী) → কোনটি সঠিক?

তোমার, তোমাকে (স্ত্রী) → কোনটি সঠিক?

তোমরা (স্ত্রী) → কোনটি সঠিক?

তাদের, তাদেরকে (যুগল) → কোনটি সঠিক?

তোমরা দুজন (যুগল) → কোনটি সঠিক?

তোমাদের, তোমাদেরকে (পুং) → কোনটি সঠিক?

তোমাদের, তোমাদেরকে (স্ত্রী) → কোনটি সঠিক?

তোমাদের, তোমাদেরকে (যুগল) → কোনটি সঠিক?

তার, তাকে (স্ত্রী) → কোনটি সঠিক?

তুমি (পুং) → কোনটি সঠিক?

তুমি (স্ত্রী) → কোনটি সঠিক?

আমরা (পুং/স্ত্রী) → কোনটি সঠিক?

আপনারা যদি হার্ড কপি থেকে পড়তে পছন্দ করেন, তাহলে “কুরআনের শব্দাবলি – ১-২ একত্রে” বইটি কালেক্ট করে নিতে পারেন।

19 thoughts on “ইসম ও হারফ | সারণি-২”

  1. আলহামদুলিল্লাহ ! আমরা আপনাদের অনেক কমেন্টের মাধ্যমে এটা জেনে আনন্দিত যে আপনারা আমাদের আরবি শিখার প্লাটফর্ম থেকে উপকৃত হচ্ছেন I আপনাদের পরিচিতজনরা ও যেন উপকৃত হতে পারে সেজন্য তাদেরকেও আমাদের প্লাটফর্মগুলোতে যুক্ত করে নিবেন প্লিজ !

    তাছাড়া আমাদের পোস্টগুলোতে যদি আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করেন ,তাহলে Facebook/Google/YouTube (algorithm) নিজে থেকেই এটা বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে I আপনার এতটুকু চেষ্টার কারণে কেউ যদি অনুপ্রাণিত হয়ে পবিত্র কুরআনের সাথে সম্পর্কে তৈরী করে , এটা আপনার ও আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে ইন শা আল্লাহ !

    কতইনা সহজ ও লাভজনক ব্যবসা !

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top