কুরআনে تَعَلَّمَ ফ্যামিলির ৯টি বহুল ব্যবহৃত ফি’ল

এখানে تَعَلَّمَ ফ্যামিলির ৯টি নিয়মিত ক্রিয়া/ফি’ল রয়েছে। এই ৯টি ক্রিয়া কুরআনে বিভিন্ন রূপে মোট ১৫২ বার ব্যবহৃত হয়েছে। আসুন আমরা ধীরে ধীরে, আমাদের নিজস্ব গতিতে একটু একটু করে ক্রিয়া/ফি’লগুলোর সাথে পরিচিত হই ।

مفعولفَاعِلٌالنَّهْيُفعل أمرفعل مضارعفعل ماضى
বাংলা অর্থকর্মকর্তানিষেধবাচকআদেশবাচকবর্তমান/ভবিষ্যৎ কালঅতীত কাল
পরিষ্কার হওয়াمُتَبَيَّنٌمُتَبَيِّنٌبَيَّنْتَبَيَّنْيَتَبَيَّنُتَبَيَّنَ
উপদেশ গ্রহণ করাمُتَذَكَّرٌمُتَذَكِّرٌذَكَّرْتَذَكَّرْيَتَذَكَّرُتَذَكَّرَ
ওঁত পেতে থাকা /
অপেক্ষা করা
مُتَرَبَّصٌمُتَرَبِّصٌرَبَّصْتَرَبَّصْيَتَرَبَّصُتَرَبَّصَ
দান করাمُتَصَدَّقٌمُتَصَدِّقٌصَدَّقْتَصَدَّقْيَتَصَدَّقُتَصَدَّقَ
বিভক্ত করাمُتَفَرَّقٌمُتَفَرِّقٌفَرَّقْتَفَرَّقْيَتَفَرَّقُتَفَرَّقَ
চিন্তা করাمُتَفَكَّرٌمُتَفَكِّرٌفَكَّرْتَفَكَّرْيَتَفَكَّرُتَفَكَّرَ
গ্রহণ করাمُتَقَبَّلٌمُتَقَبِّلٌقَبَّلْتَقَبَّلْيَتَقَبَّلُتَقَبَّلَ
অহংকার করাمُتَكَبَّرٌمُتَكَبِّرٌكَبَّرْتَكَبَّرْيَتَكَبَّرُتَكَبَّرَ
ভোগ করা /
উপভোগ করা
مُتَمَتَّعٌمُتَمَتِّعٌمَتَّعْتَمَتَّعْيَتَمَتَّعُتَمَتَّعَ
  1. الماضي /অতীত কাল/Perfect : এমন ক্রিয়া যা অতীতে সংঘটিত হয়েছে।
  2. المضارع/বর্তমান/ভবিষ্যৎ কাল/Imperfect : এমন ক্রিয়া যা বর্তমানে হচ্ছে বা ভবিষ্যতে হতে পারে।
  3. الأمر /আদেশবাচক/Command: অন্য কাউকে কোনো কাজ করতে বলার জন্য ব্যবহৃত ক্রিয়া।
  4. النهي/নিষেধবাচক/Forbid: কাউকে কোনো কাজ করতে নিষেধ করার জন্য ব্যবহৃত ক্রিয়া (যেমন: “করো না”)।
  5. فاعلٌ/কর্তা/Subject/Doer : যে কাজটি করে, অর্থাৎ ক্রিয়ার কর্তা।
  6. مفعولٌ/কর্ম/Object: যার ওপর কাজটি সম্পাদিত হয়, অর্থাৎ ক্রিয়ার বস্তু।

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top