ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৪

কুইজ:

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) প্রতিটি ফি’ল চিনতে পারা এবং তার ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করতে পারা।
খ) প্রতিটি অংশের নাম বলতে পারা — যেমন ফা’ইল, মাফ’উল, ও মুতাআল্লিক বিল-ফি’ল।
গ) প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারা।

1. এই جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا (আমরা তোমাদেরকে এক মধ্যপন্থী উম্মত বানিয়েছি) বাক্যে كُمْ কী ?

2. এই أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ (আমরা তোমাদের মধ্যে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছি) বাক্যে رَسُولًا কী ?

3. এই أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا (আমরা আমাদের পূর্বপুরুষদেরকে তার উপর পেয়েছি) বাক্যে أَلْفَيْنَا কী ?

4. এই حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ (তিনি তোমাদের জন্য মৃত প্রাণী ও রক্ত হারাম করেছেন) বাক্যে الْمَيْتَةَ কী ?

5. এই أَنْزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ (আল্লাহ কিতাব থেকে নাযিল করেছেন) বাক্যে اللَّهُ কী ?

6. এই نَزَّلَ الْكِتَابَ بِالْحَقِّ (তিনি কিতাবকে সত্যসহ নাযিল করেছেন) বাক্যে بِالْحَقِّ কী ?

7. এই سَأَلَكَ عِبَادِي عَنِّي (আমার বান্দারা তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে) বাক্যে عِبَادِي কী ?

8. এই كَتَبَ اللَّهُ لَكُمْ (আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন) বাক্যে اللَّهُ কী ?

9. এই آتَيْنَاهُمْ مِنْ آيَةٍ بَيِّنَةٍ (আমরা তাদেরকে একটি সুস্পষ্ট নিদর্শন দিয়েছি) বাক্যে هُمْ কী ?

10. এই بَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ (আল্লাহ নবীদের প্রেরণ করেছেন সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে) বাক্যে النَّبِيِّينَ কী ?


1 thought on “ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৪”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top