লাম্মা (لَمَّا) না বোধক ও যখন অর্থে কুরআনুল কারীম থেকে উদাহরণ

নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে লাম্মা (لَمَّا) ব্যবহার করে না বোধক (not yet) বাক্যের আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :

বাংলা অর্থআরবি আয়াত
আল্লাহ এখনও দেখেননি তোমাদের মধ্যে কারা জেহাদ করেছে এবং কারা ধৈর্য্যশীলلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ 
এখনও তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনিلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ
বরং ওরা এখনও আমার শাস্তি আস্বাদন করেনিبَلْ لَمَّا يَذُوقُوا عَذَابِ
আর তাদের মধ্যে থেকে অন্যান্যদের যারা এখনও তাদের সঙ্গে মিলিত হয়নিوَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ 

লাম্মা (لَمَّا) হরফটি পবিত্র কুরআনুল কারীমে না বোধক (not yet) বাক্যের জন্য যতবার ব্যবহৃত হয়েছে, তার থেকে অনেক বেশি ব্যবহৃত হয়েছে “যখন/When” অর্থে। লাম্মা (لَمَّا) হরফটির পূর্বে ফা/ف (فَلَمَّا অতঃপর যখন) এবং ওয়াও/و (وَلَمَّا এবং/আর যখন) এর ব্যবহারও অনেক দেখা যায়।

লাম্মা (لَمَّا) “যখন/When” অর্থে ব্যবহারের ক্ষেত্রে ফি’লের কোন রূপ পরিবর্তন হয়না। নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে লাম্মা (لَمَّا) “যখন/When” অর্থে ব্যবহার করে আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :

বাংলা অর্থআরবি আয়াত
আর যখন তাঁর কাছে পরিস্কার হলো……فَلَمَّا تَبَيَّنَ لَهُ 
অতঃপর যখন তাদের প্রতি জেহাদের
নির্দেশ দেয়া হল
فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ
অতঃপর যখন আমরা তাদের থেকে
মহামারী দূর করলাম
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الرِّجْزَ
আর যখন মূসা ফিরে এলেন তাঁর
লোকদের কাছে
وَلَمَّا رَجَعَ مُوسَىٰ إِلَىٰ قَوْمِهِ 
অতঃপর যখন ইব্রাহীম (আঃ) থেকে
ভয় চলে গেল
 فَلَمَّا ذَهَبَ عَنْ إِبْرَاهِيمَ الرَّوْعُ 
অতঃপর যখন তারা তাঁর (ইউসুফের)
কাছে পৌঁছল 
فَلَمَّا دَخَلُوا عَلَيْهِ 
আর যখন তিনি তাঁর যৌবনে পৌঁছলেনوَلَمَّا بَلَغَ أَشُدَّهُ 
অতঃপর যখন তিনি চন্দ্রকে (উদিত হতে) দেখলেন فَلَمَّا رَأَى الْقَمَرَ 
অতঃপর তিনি যখন আমার কাছ থেকে সত্যসহ তাদের কাছে পৌঁছালفَلَمَّا جَاءَهُم بِالْحَقِّ مِنْ عِندِنَا 
আর যখন সত্য তাদের কাছে আগমন করলوَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ 

উপরোক্ত টেবিলের শেষ তিনটি প্যাটার্ন ( لَمَّا جَاءَ….. .بِ, فَلَمَّا رَأَى এবং لَمَّا جَاءَ অনেকবার এসেছে। মনে রাখলে অর্থ বুঝা অনেক সহজ হবে ইন শা আল্লাহ !

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!