ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-১

কুইজ:

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) প্রতিটি ফি’ল চিনতে পারা এবং তার ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করতে পারা।
খ) প্রতিটি অংশের নাম বলতে পারা — যেমন ফা’ইল, মাফ’উল, ও মুতাআল্লিক বিল-ফি’ল।
গ) প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারা।

1.এই خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ (আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন) বাক্যে اللَّهُ কী ?

2.এই آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ (আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস করি) বাক্যে بِاللَّهِ কী ?

3.এই زَادَهُمُ اللَّهُ مَرَضًا (আল্লাহ তাদের রোগ বাড়িয়ে দিয়েছেন) বাক্যে مَرَضًا কী ?

4.এই اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ (তারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে) বাক্যে الضَّلَالَةَ কী ?

5.এই ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ (আল্লাহ তাদের আলো কেড়ে নিয়েছেন) বাক্যে اللَّهُ কী ?

6.এই تَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ (তিনি তাদের অন্ধকারে ফেলে দিয়েছেন) বাক্যে هُمْ কী ?

7.এই أَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً (তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন) বাক্যে مَاءً কী ?

8.এই نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا (আমরা আমাদের বান্দার উপর নাযিল করেছি) বাক্যে عَلَىٰ عَبْدِنَا কী ?

9.এই أَمَرَ اللَّهُ بِهِ (আল্লাহ তা আদেশ করেছেন) বাক্যে بِهِ কী ?

10.এই فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ (আমরা তোমাদের জন্য সাগর বিভক্ত করেছি) বাক্যে الْبَحْرَ কী ?


9 thoughts on “ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-১”

  1. A. K. M. Amirul Monjur

    আলহামদুলিল্লাহ, সহজভাবে কোরআন শিক্ষার এ প্রচেষ্টার সফলতা কামনা করছি এবং এ প্রচেষ্টায় যারা অবদান রাখছেন তাদের প্রত্যেককে আল্লাহ নেক হায়াত দান করুন। আমিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top