ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৬

কুইজ:

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) প্রতিটি ফি’ল চিনতে পারা এবং তার ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করতে পারা।
খ) প্রতিটি অংশের নাম বলতে পারা — যেমন ফা’ইল, মাফ’উল, ও মুতাআল্লিক বিল-ফি’ল।
গ) প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারা।

১.

আরবি : يُؤْتُونَ الزَّكَاةَ
বাংলা : তারা যাকাত প্রদান করে।

প্রশ্ন:الزَّكَاةَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

২.

আরবি : يَسْتَهْزِئُ بِهِمْ
বাংলা : তিনি তাদের সাথে ঠাট্টা করেন।

প্রশ্ন:بِهِمْ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৩.

আরবি : يُصَلُّونَ عَلَى النَّبِيِّ
বাংলা : তারা নবীর উপর দরূদ প্রেরণ করে।

প্রশ্ন:عَلَى النَّبِيِّ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৪.

আরবি : يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا
বাংলা : তিনি সব গোনাহ মাফ করেন।

প্রশ্ন:الذُّنُوبَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৫.

আরবি : يُحَادُّونَ اللَّهَ
বাংলা : তারা আল্লাহর বিরোধিতা করে।

প্রশ্ন:اللَّهَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৬.

আরবি : يُبَشِّرُ الْمُؤْمِنِينَ
বাংলা : তিনি মুমিনদের সুসংবাদ দেন।

প্রশ্ন:الْمُؤْمِنِينَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৭.

আরবি : يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ
বাংলা : সে আল্লাহ ও আখেরাতের দিনকে আশা করে।

প্রশ্ন:اللَّهَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৮.

আরবি : يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا
বাংলা : তারা তাদের পেটে আগুন খায়।

প্রশ্ন:نَارًا” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৯.

আরবি : يُؤْمِنُ بِاللَّهِ
বাংলা : সে আল্লাহতে ঈমান আনে।

প্রশ্ন:بِاللَّهِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১০.

আরবি : يَشْفِي صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ
বাংলা : তিনি এক ঈমানদার জাতির অন্তরসমূহকে আরোগ্য দান করেন।

প্রশ্ন:صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১১.
আরবি : يَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ
বাংলা : তারা আসমানসমূহের সৃষ্টিতে চিন্তা করে।

প্রশ্ন:فِي خَلْقِ السَّمَاوَاتِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১২.
আরবি : يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ
বাংলা : তারা আল্লাহর পথে যুদ্ধ করে।

প্রশ্ন:فِي سَبِيلِ اللَّهِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১৩.
আরবি : يُؤَخِّرُكُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى
বাংলা : তিনি তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন।

প্রশ্ন:كُمْ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১৪.
আরবি : يَجْعَلُ فِي قُلُوبِكُم مَّوَدَّةً
বাংলা : তিনি তোমাদের অন্তরে স্নেহ স্থাপন করেন।

প্রশ্ন:مَّوَدَّةً” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১৫.
আরবি : يُخَادِعُونَ اللَّهَ
বাংলা : তারা আল্লাহকে ধোঁকা দেয়।

প্রশ্ন:اللَّهَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?


7 thoughts on “ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৬”

  1. আলহামদুলিল্লাহ ! আমরা আপনাদের অনেক কমেন্টের মাধ্যমে এটা জেনে আনন্দিত যে আপনারা আমাদের আরবি শিখার প্লাটফর্ম থেকে উপকৃত হচ্ছেন I আপনাদের পরিচিতজনরা ও যেন উপকৃত হতে পারে সেজন্য তাদেরকেও আমাদের প্লাটফর্মগুলোতে যুক্ত করে নিবেন প্লিজ !

    তাছাড়া আমাদের পোস্টগুলোতে যদি আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করেন ,তাহলে Facebook/Google/YouTube (algorithm) নিজে থেকেই এটা বেশি মানুষের কাছে পৌঁছায় দিবে I আপনার এতটুকু চেষ্টার কারণে কেউ যদি অনুপ্রাণিত হয়ে পবিত্র কুরআনের সাথে সম্পর্কে তৈরী করে , এটা আপনার ও আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে ইন শা আল্লাহ !

    কতইনা সহজ ও লাভজনক ব্যবসা !

  2. Alhamdulillah summa Alhamdulillah.
    I am enjoying with the quizzes. You can try also. Inshaa Allah will get benefit.

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top