ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৬

কুইজ:

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) প্রতিটি ফি’ল চিনতে পারা এবং তার ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করতে পারা।
খ) প্রতিটি অংশের নাম বলতে পারা — যেমন ফা’ইল, মাফ’উল, ও মুতাআল্লিক বিল-ফি’ল।
গ) প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারা।

১.

আরবি : يُحِبُّ الْمُحْسِنِينَ
বাংলা : তিনি সৎকর্মশীলদের ভালোবাসেন।

প্রশ্ন:الْمُحْسِنِينَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

২.

আরবি : يَقْدِرُ عَلَيْهِ رِزْقَهُ
বাংলা : তিনি তার রিযিক সংকুচিত করেন।

প্রশ্ন:رِزْقَهُ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৩.

আরবি : يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ
বাংলা : তিনি মৃত থেকে জীবিত বের করেন।

প্রশ্ন:الْحَيَّ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৪.

আরবি : يُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا
বাংলা : তিনি মৃত্যুর পর জমিনকে জীবিত করেন।

প্রশ্ন:الْأَرْضَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৫.

আরবি : يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ
বাংলা : সে জ্ঞান ছাড়া আল্লাহ বিষয়ে তর্ক করে।

প্রশ্ন:فِي اللَّهِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৬.

আরবি : يُبَشِّرُ الْمُؤْمِنِينَ
বাংলা : তিনি মুমিনদের সুসংবাদ দেন।

প্রশ্ন:الْمُؤْمِنِينَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৭.

আরবি : يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ
বাংলা : সে আল্লাহ ও আখেরাতের দিনকে আশা করে।

প্রশ্ন:اللَّهَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৮.

আরবি : يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا
বাংলা : তারা তাদের পেটে আগুন খায়।

প্রশ্ন:نَارًا” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

৯.

আরবি : يُؤْمِنُ بِاللَّهِ
বাংলা : সে আল্লাহতে ঈমান আনে।

প্রশ্ন:بِاللَّهِ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১০.

আরবি : يَشْفِي صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ
বাংলা : তিনি এক ঈমানদার জাতির অন্তরসমূহকে আরোগ্য দান করেন।

প্রশ্ন:صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top