ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৩

কুইজ:

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) প্রতিটি ফি’ল চিনতে পারা এবং তার ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করতে পারা।
খ) প্রতিটি অংশের নাম বলতে পারা — যেমন ফা’ইল, মাফ’উল, ও মুতাআল্লিক বিল-ফি’ল।
গ) প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারা।

1.এই أَنْزَلْنَا إِلَيْكَ آيَاتٍ بَيِّنَاتٍ (আমরা তোমার কাছে স্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি) বাক্যে آيَاتٍ بَيِّنَاتٍ কী ?

2.এই جَاءَهُمْ رَسُولٌ مِنْ عِنْدِ اللَّهِ (আল্লাহর নিকট থেকে তাদের কাছে একজন রাসূল এসেছে) বাক্যে رَسُولٌ কী ?

3.এই تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ (তাদের জন্য সত্য প্রকাশিত হয়েছে) বাক্যে الْحَقُّ কী ?

4.এই أَسْلَمَ وَجْهَهُ لِلَّهِ -সে তাকে (তার মুখ) আল্লাহর জন্য সমর্পণ করেছে, বাক্যে وَجْهَهُ কী ?

5.এই بَيَّنَّا الْآيَاتِ لِقَوْمٍ (আমরা নিদর্শনসমূহ এক সম্প্রদায়ের জন্য স্পষ্ট করেছি) বাক্যে الْآيَاتِ কী ?

6.এই أَرْسَلْنَاكَ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا (আমরা তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি) বাক্যে كَ কী ?

7.এই فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ (আমি তোমাদেরকে বিশ্বসমূহের উপর প্রাধান্য দিয়েছি) বাক্যে كُمْ কী ?

8.এই جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ (আমরা ঘরটিকে মানুষের জন্য প্রত্যাবর্তনস্থল করেছি) বাক্যে لِلنَّاسِ কী ?

9.এই أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ (আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি) বাক্যে لِرَبِّ الْعَالَمِينَ কী ?

10.এই حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ (ইয়াকুবের কাছে মৃত্যু উপস্থিত হলো) বাক্যে الْمَوْتُ কী ?

১১.
আরবি : يُدْرِكْهُمُ الْمَوْجُ
বাংলা : ঢেউ তাদেরকে আঘাত করে।

প্রশ্ন:الْمَوْجُ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১২.
আরবি : يُقْسِمُ الْمُجْرِمُونَ
বাংলা : অপরাধীরা শপথ করে।

প্রশ্ন:الْمُجْرِمُونَ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১৩.
আরবি : يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
বাংলা : সেদিন জমিন তার খবর জানাবে।

প্রশ্ন:أَخْبَارَهَا” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১৪.
আরবি : تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
বাংলা : এর নিচ দিয়ে নদী প্রবাহিত হয়।

প্রশ্ন:الْأَنْهَارُ” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?

১৫.
আরবি : يَسْتَخْرِجُ مِنْهُ لَحْمًا طَرِيًّا
বাংলা : তিনি সেখান থেকে তাজা মাংস বের করেন।

প্রশ্ন:لَحْمًا طَرِيًّا” → এই অংশটি বাক্যে কোন ধরনের উপাদান?


9 thoughts on “ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-৩”

  1. আল্লাহ লাফ জুল জালালা সকল প্রচেষ্টা কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন

  2. আলহামদুলিল্লাহ।
    মহান আমাদের সবার প্রচেষ্টা কবুল করুন, আমিন।

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top