ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-২

কুইজ:

এই কুইজ থেকে মূল শিক্ষা (Key Takeaway):
ক) প্রতিটি ফি’ল চিনতে পারা এবং তার ভেতরে লুকায়িত সর্বনাম শনাক্ত করতে পারা।
খ) প্রতিটি অংশের নাম বলতে পারা — যেমন ফা’ইল, মাফ’উল, ও মুতাআল্লিক বিল-ফি’ল।
গ) প্রতিটি শব্দের অর্থ বুঝতে পারা।

1.এই أَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ (আমরা ফিরআউনের বাহিনীকে ডুবিয়েছি) বাক্যে آلَ فِرْعَوْنَ কী ?

2.এই آتَيْنَا مُوسَى الْكِتَابَ (আমরা মূসাকে কিতাব দিয়েছি) বাক্যে مُوسَى কী ?

3.এই أَنْزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ (আমরা তোমাদের উপর মান্না ও সালওয়া নাযিল করেছি) বাক্যে الْمَنَّ وَالسَّلْوَىٰ কী ?

4.এই ظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ (আমরা তোমাদের উপর মেঘের ছায়া দিয়েছি) বাক্যে عَلَيْكُمُ কী ?

5.এই أَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِّنَ السَّمَاءِ (আমরা তাদের উপর আযাব পাঠিয়েছি আসমান থেকে) বাক্যে رِجْزًا কী ?

6.এই رَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ (আমরা তোমাদের উপর তূর পাহাড় তুলে ধরলাম) বাক্যে الطُّورَ কী ?

7.এই فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ (আল্লাহ তোমাদের উপর বিজয় প্রদান করেছেন) বাক্যে اللَّهُ কী ?

8.এই لَعَنَهُمُ اللَّهُ بِكُفْرِهِمْ (আল্লাহ তাদেরকে তাদের কুফরের কারণে অভিশাপ দিয়েছেন) বাক্যে بِكُفْرِهِمْ কী ?

9.এই جَاءَهُمْ كِتَابٌ مِنْ عِنْدِ اللَّهِ (আল্লাহর নিকট থেকে তাদের কাছে একটি কিতাব এসেছে) বাক্যে كِتَابٌ কী ?

10.এই جَاءَكُمْ مُوسَىٰ بِالْبَيِّنَاتِ (মূসা তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন) বাক্যে مُوسَىٰ কী ?


4 thoughts on “ক্রিয়াবাচক বাক্যের উপাদান চিহ্নিতকরণ-২”

  1. Advocate khaleda siddequa

    আলহামদুলিল্লাহ, সবগুলো উত্তর সঠিক হয়েছে। Full score পেয়েছি। জাযাকাল্লাহু খাইরান কাসিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top