ফি’ল নাহি থেকে কীভাবে ফি’ল আমর বানাবো

প্রতিটা ফি’লের নাহি ফর্ম নিবো। এখানে উদাহরণস্বরূপ প্রতিটি ফ্যামিলির প্রথম ফি’ল নাহি ফর্ম নেয়া হলো :

নাহি ফর্ম-ছোট ছয়টি ফ্যামিলি/ফ্যামিলি -১

নাহি ফর্মফ্যামিলি -১
لاَ  تَفْتَحْفَتَحَ
لاَ  تَضْرِبْضَرَبَ
لاَ  تَنْصُرْنَصَرَ
لاَ  تَسْمَعْسَمِعَ
لاَ  تَحْسِبْحَسِبَ
لاَ  تَكْرُمْكَرُمَ

নাহি ফর্ম-বড় ফ্যামিলি/ফ্যামিলি (২ -১০)

নাহি ফর্মফ্যামিলি (২ -১০)
لاَ  تُعَلِّمْ২ / عَلَّمَ
لاَ  تُجَاهِدْ৩ /جَاهَدَ
لاَ  تُسْلِمْ৪ /أَسْلَمَ
لاَ  تَتَعَلَّمْ৫ /تَعَلَّمَ
لاَ  تَتَسَاءَلْ৬ /تَسَاءَلَ
لاَ  تَنْقَلِبْ৭ /اِنْقَلَبَ
لاَ  تَقْتَرِبْ৮ /اِقْتَرَبَ
لاَ  تَسْتَغْفِرْ১০ /اِسْتَغْفَرَ

অতঃপর নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করবো :

প্রথম ধাপ : প্রতিটি ফি’ল নাহি ফর্ম থেকে ت হরফ মুছে দিবো। তাছাড়া যেহেতু ফি’ল আমর বানাবো তাই ফি’লের শুরুতে যে لاَ  আছে তা তুলে দিবো। তারপর যেসব ফ্যামিলির ফর্মগুলো পড়া যাবে, ঐগুলোর ফি’ল আমর বানানোর কাজ শেষ।

নিম্নোক্ত টেবিল থেকে দেখা যায় চারটি ফ্যামিলির ক্ষেত্রে এতটুকু করলেই ফি’ল আমর বানানোর কাজ শেষ হয়ে যায়। বাকি ফ্যামিলির ক্ষেত্রে অতিরিক্ত আরো দুটি ধাপ (দ্বিতীয় ও তৃতীয় ধাপ) অনুসরণ করতে হবে।

দ্বিতীয় ধাপ : ফি’লের শুরুতে একটি হামজাতুল ওয়াসল আনতে হবে

তৃতীয় ধাপ : নিচের নিয়ম অনুসরণ করে হামজাতুল ওয়াসলের সাথে কি হারকাত বসবে তা ঠিক করতে হবে :
ক। শেষ থেকে গুনে দ্বিতীয় হরফে যদি পেশ থাকে, হামজাতুল ওয়াসলের সাথে পেশ বসবে
খ। শেষ থেকে গুনে দ্বিতীয় হরফে যদি যবর/যের থাকে থাকে, হামজাতুল ওয়াসলের সাথে যের বসবে
গ। ফ্যামিলি -৪ এর ক্ষেত্রে যদিও হামজাতুল ওয়াসলের সাথে নিয়ম অনুযায়ী যের বসার কথা, কিন্তু যবর বসবে

ফি’ল আমরপড়া যায়রূপান্তরিত ফর্মফ্যামিলি -১
إِفْتَحْনা فْتَحْفَتَحَ
إِضْرِبْনা ضْرِبْضَرَبَ
أُنْصُرْনা نْصُرْنَصَرَ
إِسْمَعْনা سْمَعْسَمِعَ
إِحْسِبْনা حْسِبْحَسِبَ
أُكْرُمْনা كْرُمْكَرُمَ
ফি’ল আমরপড়া যায়রূপান্তরিত ফর্মফ্যামিলি (২ -১০)
হ্যা عَلِّمْ২ / عَلَّمَ
হ্যা جَاهِدْ৩ /جَاهَدَ
أَسْلِمْনা سْلِمْ৪ /أَسْلَمَ
হ্যা تَعَلَّمْ৫ /تَعَلَّمَ
হ্যা تَسَاءَلْ৬ /تَسَاءَلَ
اِنْقَلِبْনা نْقَلِبْ৭ /اِنْقَلَبَ
اِقْتَرِبْনা قْتَرِبْ৮ /اِقْتَرَبَ
اِسْتَغْفِرْনা سْتَغْفِرْ১০ /اِسْتَغْفَرَ

error: Content is protected !!