কুরআনুল কারীম থেকে ফি’ল নাহি ফর্মের উদাহরণ

নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে ফি’ল নাহি ফর্মের আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :

বাংলা অর্থআরবি আয়াত
দুনিয়াতে তোমরা গন্ডগোল সৃষ্টি কর নাلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ
আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে
সমকক্ষ করো না
لَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا 
তোমরা (দুজন) এ গাছের নিকটবর্তী হয়ো নাلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ 
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও নাلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ 
তুমি অবিশ্বাস করো নাلَا تَكْفُرْ
এ হচ্ছে আল্লাহ্‌র সীমা, তোমরা এর কাছেও
যেও না
 تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا ۗ
তোমরা মাথা মুন্ডন করবে নাلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ 
তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করো না,
যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে
لَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّىٰ يُؤْمِنَّ
আল্লাহর নির্দেশকে তোমরা তামাশার বস্তু বানিয়ো নাلَا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا ۚ
তোমরা সাক্ষ্য গোপন করবে নাلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ۚ
আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ 
তুমি সংশয়ীদের দলভুক্ত হয়ো নাلَا تَكُن مِّنَ الْمُمْتَرِينَ
তোমরা বিচ্ছিন্ন হয়ো নাلَا تَفَرَّقُوا
তোমরা নিরাশ হয়ো না لَا تَهِنُوا 
তোমরা দুঃখ করো নাلَا تَحْزَنُوا 
তোমরা তাদের মত হয়ো না, যারা অবিশ্বাস পোষণ করেছেلَا تَكُونُوا كَالَّذِينَ كَفَرُوا 
তুমি আমাদের কিয়ামতের দিনে লাঞ্ছিত করো নাلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ
তোমরা তাঁর সাথে অন্য কিছু শরিক করো নাلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا
তোমরা অপচয় করো নাلَا تُسْرِفُوا
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন নাفَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ 
আর সাহায্যপ্রার্থীকে আপনি ধমক দেবেন নাوَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!