পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু নির্বাচিত নিষেধ

নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু নির্বাচিত নিষেধ সংশ্লিষ্ট আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :

বাংলা অর্থআরবি আয়াত
দুনিয়াতে তোমরা গন্ডগোল সৃষ্টি কর নাلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ
আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে
সমকক্ষ করো না
لَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا 
তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও নাلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ 
তুমি অবিশ্বাস করো নাلَا تَكْفُرْ
তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হয়ো নাلَا تَكْفُرُونِ
শয়তানের ইবাদত করো নাلَا تَعْبُدِ الشَّيْطَانَ
উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ো নাلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ
আল্লাহর সম্বন্ধে সত্য ব্যতীত বলো নাلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ
তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করো না,
যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে
لَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّىٰ يُؤْمِنَّ
আল্লাহর নির্দেশকে তোমরা তামাশার বস্তু বানিয়ো নাلَا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا ۚ
তোমরা সাক্ষ্য গোপন করবে নাلَا تَكْتُمُوا الشَّهَادَةَ ۚ
তোমরা বিচার করতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করো নাلَا تَتَّبِعُوا الْهَوَىٰ أَن تَعْدِلُوا
মাপে ও ওজনে কম কর নাلَا تَنقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ
তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না لَا تَغْلُوا فِي دِينِكُمْ 
আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ 
তুমি সংশয়ীদের দলভুক্ত হয়ো নাلَا تَكُن مِّنَ الْمُمْتَرِينَ
তোমরা বিচ্ছিন্ন হয়ো নাلَا تَفَرَّقُوا
তোমরা নিরাশ হয়ো নাلَا تَهِنُوا 
তোমরা দুঃখ করো নাلَا تَحْزَنُوا 
তোমরা তাদের মত হয়ো না, যারা অবিশ্বাস পোষণ করেছেلَا تَكُونُوا كَالَّذِينَ كَفَرُوا 
তুমি আমাদের কিয়ামতের দিনে লাঞ্ছিত করো নাلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ
তোমরা তাঁর সাথে অন্য কিছু শরিক করো নাلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا
তোমরা অপচয় করো নাلَا تُسْرِفُوا
তুমি কিছুতেই অপব্যয় করো নাلَا تُبَذِّرْ تَبْذِيرًا
সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন নাفَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ 
আর সাহায্যপ্রার্থীকে আপনি ধমক দেবেন নাوَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ 
পারস্পরিক সহানুভূতির কথা ভুলে যেয়ো নাلَا تَنسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ
তাদেরকে (পিতামাতাকে) “উফ” বলো নাلَا تَقُل لَّهُمَا أُفٍّ
তাদেরকে (পিতামাতাকে) ধমক দিও নাلَا تَنْهَرْهُمَا 
তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো নাلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ 
পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো নাلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
আমার আয়াতসমূহ তুচ্ছমূল্যে বিক্রয় করো নাلَا تَشْتَرُوا بِآيَاتِي ثَمَنًا قَلِيلًا
প্রকাশ্যে হউক বা গোপনে, অশ্লীল কাজের নিকটেও যাবেনাلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ
ব্যভিচারের ধারেকাছেও যেয়ো নাلَا تَقْرَبُوا الزِّنَىٰ
দুনিয়াতে দম্ভভরে চলাফেরা করো নাوَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا
তোমরা শয়তানের পদাংক অনুসরণ কর না। لَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!