ফ্যামিলি-১ فَتَحَ (Perfect/অতীত কাল)

প্রথম ধাপে আমরা প্রতিটা ফ্যামিলির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য সম্পর্কে বিস্তারিত শিখবো। প্রথম সদস্য হল Perfect/অতীতকালের ১৪ টি ফর্ম । ১৪ টি ফর্ম আসার কারণ ১৪ টি সর্বনাম।

নিচের টেবিল থেকে আমরা ফ্যামিলি -১ (فَتَحَ) এর অন্তুর্ভুক্ত টি ফি’লের জন্য ১৪ টি Perfect/অতীতকালের ফর্ম বানানো দেখবো :

ফি’ল -১ : فَتَحَ বিজয় করা

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ فَتَحُوْا هُمَا فَتَحَا هُوَ فَتَحَ
তারা বিজয় করেছেতারা (দুজন) বিজয় করেছেসে বিজয় করেছে
هُنَّ فَتَحْنَ هُمَا فَتَحَتَا هِيَ فَتَحَتْ
তারা বিজয় করেছেতারা (দুজন) বিজয় করেছেসে বিজয় করেছে
أَنْتُمْ فَتَحْتُمْأَنْتُمَا فَتَحْتُمَاأَنْتَ فَتَحْتَ
তোমরা বিজয় করেছোতোমরা (দুজন) বিজয় করেছোতুমি বিজয় করেছো
أَنْتُنَّ فَتَحْتُنَّأَنْتُمَا فَتَحْتُمَاأَنْتِ فَتَحْتِ
তোমরা বিজয় করেছোতোমরা (দুজন) বিজয় করেছোতুমি বিজয় করেছো
نَحْنُ فَتَحْنَاأَنَا فَتَحْتُ
আমরা বিজয় করেছিআমি বিজয় করেছি
فَتَحَ ফি’লটির আরো কিছু অর্থ হতে পারে। আমরা একটি অর্থ নিয়ে এখানে দেখিয়েছি

একই নিয়মে, ফ্যামিলি- (فَتَحَ)-এর অন্তর্ভুক্ত যেকোনো ফি’লও ১৪টি ফর্মে রূপান্তর করা যায়, যদি মাঝের বা শেষের মূল বর্ণ (Root Letters) و বা ي না থাকে। কিন্তু যদি মাঝের বা শেষের মূল বর্ণ و বা ي হয়, তাহলে ফর্মগুলো আগের মতো সরলভাবে দেখা যাবে না। কারণ و বা ي পূর্ববর্তী বর্ণের সাথে মিলিত হয়ে পরিবর্তিত রূপ নেয়। । নিচের টেবিলে পবিত্র কোরআনে ফ্যামিলি -১ فَتَحَ ফ্যামিলির অন্তর্ভুক্ত কিছু ফি’লের নাম, বাংলা অর্থ ব্যবহারের সংখ্যা দেখানো হলো :

ব্যবহারের সংখ্যাবাংলা অর্থফি’লের নাম
২৯ বারবিজয় করাفَتَحَ
১০৫ বারকরাفَعَلَ
৬৫ বারউন্নীত করাبَعَثَ
৩৪৬ বারতৈরি করাجَعَلَ
৪০ বারএকত্রিত করাجَمَعَ
৩৭ বারযাওয়াذَهَبَ
২৮ বারউঠানোرَفَعَ
৫৭ বারজাদু করাسَحَرَ
১৩১ বারভালো আমল করাصَلَحَ
২৭ বারঅভিশাপ দেত্তয়াلَعَنَ
১৩ বারবাধা দেত্তয়াمَّنَعَ
৪২ বারলাভ করাنَفَعَ

ফি’ল-২ : فَعَلَ করা

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ فَعَلُوْا هُمَا فَعَلَا هُوَ فَعَلَ
তারা করেছেতারা (দুজন) করেছেসে করেছে
هُنَّ فَعَلْنَ هُمَا فَعَلَتَا هِيَ فَعَلَتْ
তারা করেছেতারা (দুজন) করেছেসে করেছে
أَنْتُمْ فَعَلْتُمْأَنْتُمَا فَعَلْتُمَاأَنْتَ فَعَلْتَ
তোমরা করেছোতোমরা (দুজন) করেছোতুমি করেছো
أَنْتُنَّ فَعَلْتُنَّأَنْتُمَا فَعَلْتُمَاأَنْتِ فَعَلْتِ
তোমরা করেছোতোমরা (দুজন) করেছোতুমি করেছো
نَحْنُ فَعَلْنَاأَنَا فَعَلْتُ
আমরা করেছিআমি করেছি

ফি’ল -৩ : بَعَثَ উন্নীত করা

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ بَعَثُوْا هُمَا بَعَثَا هُوَ بَعَثَ
তারা উন্নীত করেছেতারা (দুজন) উন্নীত করেছেসে উন্নীতকরেছে
هُنَّ بَعَثْنَ هُمَا بَعَثَتَا هِيَ بَعَثَتْ
তারা উন্নীত করেছেতারা (দুজন) উন্নীত করেছেসে উন্নীত করেছে
أَنْتُمْ بَعَثْتُمْأَنْتُمَا بَعَثْتُمَاأَنْتَ بَعَثْتَ
তোমরা উন্নীত করেছোতোমরা (দুজন) উন্নীত করেছোতুমি উন্নীত করেছো
أَنْتُنَّ بَعَثْتُنَّأَنْتُمَا بَعَثْتُمَاأَنْتِ بَعَثْتِ
তোমরা উন্নীত করেছোতোমরা (দুজন) উন্নীত করেছোতুমি উন্নীত করেছো
نَحْنُ بَعَثْنَاأَنَا بَعَثْتُ
আমরা উন্নীত করেছিআমি উন্নীত করেছি

ফি’ল -৪ : جَعَلَ তৈরি করা

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ جَعَلُوْا هُمَا جَعَلَا هُوَ جَعَلَ
তারা তৈরি করেছেতারা (দুজন) তৈরি করেছেসে তৈরি করেছে
هُنَّ جَعَلْنَ هُمَا جَعَلَتَا هِيَ جَعَلَتْ
তারা তৈরি করেছেতারা (দুজন) তৈরি করেছেসে তৈরি করেছে
أَنْتُمْ جَعَلْتُمْأَنْتُمَا جَعَلْتُمَاأَنْتَ جَعَلْتَ
তোমরা তৈরি করেছোতোমরা (দুজন) তৈরি করেছোতুমি তৈরি করেছো
أَنْتُنَّ جَعَلْتُنَّأَنْتُمَا جَعَلْتُمَاأَنْتِ جَعَلْتِ
তোমরা তৈরি করেছোতোমরা (দুজন) তৈরি করেছোতুমি তৈরি করেছো
نَحْنُ جَعَلْنَاأَنَا جَعَلْتُ
আমরা তৈরি করেছিআমি তৈরি করেছি

ফি’ল -৫ : جَمَعَ একত্রিত করা

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ جَمَعُوْا هُمَا جَمَعَا هُوَ جَمَعَ
তারা একত্রিত করেছেতারা (দুজন) একত্রিত করেছেসে একত্রিত করেছে
هُنَّ جَمَعْنَ هُمَا جَمَعَتَا هِيَ جَمَعَتْ
তারা একত্রিত করেছেতারা (দুজন) একত্রিত করেছেসে একত্রিত করেছে
أَنْتُمْ جَمَعْتُمْأَنْتُمَا جَمَعْتُمَاأَنْتَ جَمَعْتَ
তোমরা একত্রিত করেছোতোমরা (দুজন) একত্রিত করেছোতুমি একত্রিত করেছো
أَنْتُنَّ جَمَعْتُنَّأَنْتُمَا جَمَعْتُمَاأَنْتِ جَمَعْتِ
তোমরা একত্রিত করেছোতোমরা (দুজন) একত্রিত করেছোতুমি একত্রিত করেছো
نَحْنُ جَمَعْنَاأَنَا جَمَعْتُ
আমরা একত্রিত করেছিআমি একত্রিত করেছি

ফি’ল -৬ : ذَهَبَ যাওয়া

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ ذَهَبُوْا هُمَا ذَهَبَا هُوَ ذَهَبَ
তারা গিয়েছেতারা (দুজন) গিয়েছেসে গিয়েছে
هُنَّ ذَهَبْنَ هُمَا ذَهَبَتَا هِيَ ذَهَبَتْ
তারা গিয়েছতারা (দুজন) গিয়েছেসে গিয়েছে
أَنْتُمْ ذَهَبْتُمْأَنْتُمَا ذَهَبْتُمَاأَنْتَ ذَهَبْتَ
তোমরা গিয়েছতোমরা (দুজন) গিয়েছতুমি গিয়েছ
أَنْتُنَّ ذَهَبْتُنَّأَنْتُمَا ذَهَبْتُمَاأَنْتِ ذَهَبْتِ
তোমরা গিয়েছতোমরা (দুজন) গিয়েছতুমি গিয়েছ
نَحْنُ ذَهَبْنَاأَنَا ذَهَبْتُ
আমরা গিয়েছিআমি গিয়েছি

ফি’ল-৭ : رَفَعَ উঠানো

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ رَفَعُوْا هُمَا رَفَعَا هُوَ رَفَعَ
তারা উঠিয়েছেতারা (দুজন) উঠিয়েছেসে উঠিয়েছে
هُنَّ رَفَعْنَ هُمَا رَفَعَتَا هِيَ رَفَعَتْ
তারা উঠিয়েছেতারা (দুজন) উঠিয়েছেসে উঠিয়েছে
أَنْتُمْ رَفَعْتُمْأَنْتُمَا رَفَعْتُمَاأَنْتَ رَفَعْتَ
তোমরা উঠিয়েছতোমরা (দুজন) উঠিয়েছতুমি উঠিয়েছ
أَنْتُنَّ رَفَعْتُنَّأَنْتُمَا رَفَعْتُمَاأَنْتِ رَفَعْتِ
তোমরা উঠিয়েছতোমরা (দুজন) উঠিয়েছতুমি উঠিয়েছ
نَحْنُ رَفَعْنَاأَنَا رَفَعْتُ
আমরা উঠিয়েছিআমি উঠিয়েছি

ফি’ল-৮ : سَحَرَ জাদু করা

বহুবচনদ্বিবচনএকবচন
هُمْ سَحَرُوْا هُمَا سَحَرَا هُوَ سَحَرَ
তারা জাদু করেছেতারা (দুজন) জাদু করেছেসে জাদু করেছে
هُنَّ سَحَرْنَ هُمَا سَحَرَتَا هِيَ سَحَرَتْ
তারা জাদু করেছেতারা (দুজন) জাদু করেছেসে জাদু করেছে
أَنْتُمْ سَحَرْتُمْأَنْتُمَا سَحَرْتُمَاأَنْتَ سَحَرْتَ
তোমরা জাদু করেছোতোমরা (দুজন) জাদু করেছোতুমি জাদু করেছো
أَنْتُنَّ سَحَرْتُنَّأَنْتُمَا سَحَرْتُمَاأَنْتِ سَحَرْتِ
তোমরা জাদু করেছোতোমরা (দুজন) জাদু করেছোতুমি জাদু করেছো
نَحْنُ سَحَرْنَاأَنَا سَحَرْتُ
আমরা জাদু করেছিআমি জাদু করেছি

6 thoughts on “ফ্যামিলি-১ فَتَحَ (Perfect/অতীত কাল)”

  1. Advocate Khaleda Siddequa

    Undoubtly there will be many people benefit from this detailed & effective approach to Arabic grammar. Jazakallah Khairan Kasira

Comments are closed.

Scroll to Top