হারফুন নাসব/حَرْفُ النَّصْبِ
হারফুন নাসব অনেকটা হরফে জারের মতো অর্থাৎ হারফুন নাসব একধরণের পদান্বয়ী অব্যয় যা কোন নির্দিষ্ট ইসমের স্ট্যাটাসকে নাসব ফর্মে/মানসুব করে দেয়।হরফে জারের সাথে হারফুন নাসবের পার্থক্য হল হরফে জারের পরের ইসমটির স্টেটাস জার্ ফর্ম/মাজরূর হবে অন্যদিকে হারফুন নাসবের পরে যেকোন জায়গায় ইসমটি আসতে পারে (পাশাপাশি আসা জরুরি নয়) এবং এই ইসমটির স্টেটাস নাসব ফর্ম/মানসুব হবে।
হারফুন নাসবের তালিকা
পবিত্র কোরআনে বহুল ব্যবহৃত ৭ টি হারফুন নাসব নিম্নে দেয়া হল:
উপরে বর্ণিত হারফুন নাসব আসার ফলে যে ইসমটির স্টেটাস পরিবর্তন হবে তাকে ইহার ইসম বলে। যদি ইসমটি Fully Flexible হয়, তাহলে নাসব ফর্মটি স্পষ্ট বুঝা যাবে। কিন্তু যদি ইসমটি Partly Flexible অথবা Non-Flexible হয় তাহলে দেখে নিশ্চিত না হওয়া গেলেও নিশ্চিতভাবে ধরে নিতে হবে ইহা নাসব ফর্ম/মানসুব।
হারফুন নাসব ও ইহার ইসম বাক্যাংশের উদাহরণ
নিচে হারফুন নাসব ও ইহার ইসম বাক্যাংশের কিছু উদাহরণ পবিত্র কুরআন থেকে দেয়া হল:
ইহার ইসম | হারফুন নাসব | বাংলা অর্থ | হারফুন নাসব ও ইহার ইসম |
اللَّهَ | إِنَّ | নিশ্চয়ই আল্লাহ | إِنَّ اللَّهَ |
هُمْ | إِنَّ | নিশ্চয়ই তারা | إِنَّهُمْ |
ي | إِنَّ | নিশ্চয়ই আমি | إِنِّي |
كَ | إِنَّ | নিশ্চয়ই তুমি | إِنَّكَ |
إِبْرَاهِيمَ | إِنَّ | নিশ্চয়ই ইব্রাহীম | إِنَّ إِبْرَاهِيمَ |
جَنَّاتٍ | أَنَّ | যে জান্নাত.. | أَنَّ جَنَّاتٍ |
الْمَسَاجِدَ | أَنَّ | যে মসজিদগুলো.. | أَنَّ الْمَسَاجِدَ |
اللَّهَ | أَنَّ | যে আল্লাহ.. | أَنَّ اللَّهَ |
هُمْ | كَأَنَّ | যেন তারা | كَأَنَّهُمْ |
هُمْ | بِأَنَّ | কারণ তারা | بِأَنَّهُمْ |
اللَّهَ | بِأَنَّ | কারণ আল্লাহ | بِأَنَّ اللَّهَ |
كُمْ | لَعَلَّ | যাতে তোমরা | لَعَلَّكُمْ |
هُمْ | لَعَلَّ | যাতে তারা | لَعَلَّهُمْ |
الشَّيَاطِينَ | لَٰكِنَّ | বরং শয়তান | لَٰكِنَّ الشَّيَاطِينَ |
الْبِرَّ | لَٰكِنَّ | কিন্তু ধর্মনিষ্ঠা | لَٰكِنَّ الْبِرَّ |
اللَّهَ | لَٰكِنَّ | কিন্তু আল্লাহ্ | لَٰكِنَّ اللَّهَ |
كَثِيرًا | لَٰكِنَّ | কিন্তু অনেকেই | لَٰكِنَّ كَثِيرًا |
نِي | لَيْتَ | হায়, আমি | لَيْتَنِي |
نَا | لَيْتَ | হায়, আমরা | لَيْتَنَا |
الَّذِينَ | إِنَّ | নিশ্চয়ই যারা | إِنَّ الَّذِينَ |
ذَٰلِكَ | إِنَّ | নিশ্চয় সেটি | إِنَّ ذَٰلِكَ |
Alhamdulillah