মা- (مَا) ব্যবহার করে অতীতকালের না বোধক (ক্রিয়াবাচক) বাক্য গঠনের ক্ষেত্রে অতীতকালের ফি’লের কোনো রূপ পরিবর্তন হয়না। নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে মা- (مَا) ব্যবহার করে অতীতকালের না বোধক (ক্রিয়াবাচক) বাক্যের আয়াত ও বাংলা অর্থ দেয়া হলো :
বাংলা অর্থ | আরবি আয়াত |
কিন্তু তারা আমাদের কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদেরই জুলুম করেছিল। | وَمَا ظَلَمُونَا وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ |
আর সুলাইমান অবিশ্বাস পোষণ করেন নি, বরং শয়তান অবিশ্বাস করেছিল । | وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا |
হে আমাদের রব! এসব তুমি বৃথা সৃষ্টি করো নি । | رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا |
আমি আপনাকে তাদের হিফাযতকারী করে পাঠাইনি। | فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا |
তবে আল্লাহ তোমাদের কে তাদের বিরুদ্ধে কোন পথ দেননি। | فَمَا جَعَلَ اللَّهُ لَكُمْ عَلَيْهِمْ سَبِيلً |
আর নিশ্চয়ই তাঁকে তারা হত্যা করেনি। | وَمَا قَتَلُوهُ يَقِينًا |
তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি । | وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ |
যখন তারা বলল আল্লাহ কোন মানুষের প্রতি কোন কিছু অবতীর্ণ করেননি। | إِذْ قَالُوا مَا أَنْزَلَ اللَّهُ عَلَىٰ بَشَرٍ مِنْ شَيْءٍ |
আমি আপনাকে তাদের হিফাযতকারী বানাইনি। | وَمَا جَعَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا |
আর তাদের বেশিরভাগের মধ্যে আমরা প্রতিশ্রুতি পালনের কিছুই পাই নি । | وَمَا وَجَدْنَا لِأَكْثَرِهِمْ مِنْ عَهْدٍ |
আর তুমি ছুঁড়ে মারো নি । | وَمَا رَمَيْتَ |
আমি তোমাদের কাছে কোন বিনিময় চাইনি। | فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ |
আর আমরা তাদের প্রতি জুলুম করি নাই বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। | وَمَا ظَلَمْنَاهُمْ وَلَٰكِنْ ظَلَمُوا أَنْفُسَهُمْ |
আর তাদের কোনো কাজে আসে নি যা তারা উপার্জন করেছিল। | فَمَا أَغْنَىٰ عَنْهُمْ مَا كَانُوا يَكْسِبُونَ |
আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি। | مَا أَنْزَلْنَا عَلَيْكَ الْقُرْآنَ لِتَشْقَىٰ |
আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি। | مَا سَمِعْنَا بِهَٰذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ |
আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি | مَا اتَّخَذَ اللَّهُ مِنْ وَلَدٍ |
তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি। | وَمَا بَدَّلُوا تَبْدِيلً |
আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি। | وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ |
আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি। | مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ |