পর্ব-১: ইমরানের (আঃ) কন্যা মারিয়াম (আঃ)

এই পর্বে সূরা তাহরীমের নিম্নোক্ত ১২ নম্বর আয়াত নেয়া হয়েছে :


وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ

এই পর্ব থেকে আমরা নিম্নোক্ত ৭ টি শব্দ শিখবো যা পবিত্র কোরআনে ৭৭৯৮ বার এসেছে :

আরবি শব্দ (বাংলা উচ্চারণ)অর্থ
১. مَرْيَمَ (মারইয়াম)মারিয়াম (আঃ)/Maryam (as)
২. عِمْرَانَ (ইমরান)ইমরান (আঃ)/Imran (as)
৩. الَّتِي (আল্লাতী)যে/যিনি (স্ত্রীবাচক)/The one who
৪. مِن (মিন)থেকে/চেয়ে/from
৫. وَ (ওয়া)এবং/আর/and
৬. رَبِّهَا (রব্বিহা)তার (স্ত্রীবাচক) পালনকর্তা/her lord
৭. كَانَتْ (কা-নাত)সে (স্ত্রীবাচক) ছিল/She was

কুরআনে উল্লেখিত সর্বোচ্চ সম্মানের অধিকারী মহিলা হলেন হযরত ঈসা (আঃ) এর মা মারিয়াম (আঃ)। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন : وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا অর্থাৎ ” আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমরান-তনয়া মারিয়ামের, যে তার সতীত্ব বজায় রেখেছিল “

এই আয়াত থেকে আমরা নিম্নের তিনটি শব্দ মনে রাখবো :
১ مَرْيَمَ মারিয়াম (আঃ)/Maryam (as)
২ عِمْرَانَ ইমরান (আঃ)/Imran (as)
৩ الَّتِي যে/যিনি (স্ত্রীবাচক)/The one who

তারপর বলেন :فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا অর্থাৎ ” ফলে আমরা তার মধ্যে আমাদের রূহ থেকে ফুঁকে দিয়েছিলাম “

এই আয়াত থেকে আমরা একটি শব্দ মনে রাখবো তা হলো ৪ مِن থেকে/চেয়ে/from

তারপর বলেন وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ অর্থাৎ ” এবং সে তার পালনকর্তার বানী ও কিতাবকে সত্য জেনেছিল

এই আয়াত থেকে আমরা নিম্নের দুটি শব্দ মনে রাখবো :
৫ وَ এবং/আর/and
৬ رَبِّهَا তার (স্ত্রীবাচক) পালনকর্তা/her lord

মারিয়াম (আঃ) ছিলেন আল্লাহর প্রকৃত ঈমানদার ও ইবাদতকারীদের মধ্যে অন্তুর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মারিয়াম (আঃ) সম্পর্কে পবিত্র কোরআনে বলেন وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ অর্থাৎ ” আর সে ছিল বিনয়াবনতদের মধ্যে থেকে একজন

এই আয়াত থেকে আমরা একটি শব্দ মনে রাখবো তা হলো ৭ كَانَتْ সে (স্ত্রীবাচক) ছিল/She was

নিজেকে যাচাই করুন (জোড়া মিলানো)

Column-AColumn-B
الَّتِيএবং/আর
থেকে/চেয়েمَرْيَمَ
وَযে/যিনি
মারিয়াম (আঃ)كَانَتْ
عِمْرَانَতার পালনকর্তা
সে ছিলمِن
رَبِّهَاইমরান (আঃ)

6 comments

  1. অসাধারণ সব কর্মমালা।।আমার অনেকদিনের৷৷ আমার দীর্ঘদিনের স্বপ্ন পূরনের পথ মহান আল্লাহ বাতলে দিয়েছেন।।। মাশা-আল্লাহ।। যাঝাকিল্লাহু খায়রান….

  2. Alhamdulillah.. methodological approach of learning Arabic has been designed for greater benefits .. May Allah swt accept yours good deeds.

  3. মাশাআল্লাহ। আপনাদের খেদমাত আল্লাহ কবুল করুন।

  4. যারা এই কাজে তাদের মেধা শ্রম দিয়েছেন আল্লাহ তাদের উত্তম জাঝা দিক। আমিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!