লাইট/Light ফর্মের ব্যবহার 

লাইট ইসম বলতে কি বুঝায় ?

যেসকল ইসমে কখনো শুরুতে ال আসেনা। এছাড়া একবচনের (পুরুষবাচক ও স্ত্রীবাচক) ও স্ত্রীবাচক (বহুবচনের) ক্ষেত্রে কোন তানউইন থাকেনা এবং দ্বিবচন (পুরুষবাচক ও স্ত্রীবাচক) ও বহুবচনের (পুরুষবাচক) ক্ষেত্রে শেষে একটি অতিরিক্ত নূন হরফ আসে না। কিন্তু যদি ইসমটি Partly Flexible অথবা Non-Flexible হয়, তাহলে হেভি ফর্মে ও লাইট ফর্ম দেখতে একইরকম হতে পারে।

লাইট/Light ফর্মের ব্যবহার 

নিম্নবর্ণিত ক্ষেত্রে ইসমের লাইট ফর্মের ব্যবহার দেখা যায় :

মুদফ হিসাবে

মুদফ ইলাইহিমুদফবাংলা অর্থমুদফ ও মুদফ ইলাইহি
الْفِيلِأَصْحَابِহস্তির-বাহিনীأَصْحَابِ الْفِيلِ
هُمْكَيْدَতাদের চক্রান্তكَيْدَهُمْ
اللَّهِنَصْرُআল্লাহ্‌র সাহায্যنَصْرُ اللَّهِ
اللَّهِدِينِআল্লাহ্‌র ধর্ম دِينِ اللَّهِ
النَّاسِمَلِكِমানুষের মালিকمَلِكِ النَّاسِ

মুনাদা হিসাবে

মুনাদাহারফুন নিদাবাংলা অর্থআরবি শব্দসমূহ
سَمَاءُيَاহে আকাশيَا سَمَاءُ
جِبَالُيَاহে পাহাড়গুলোيَا جِبَالُ
مَالِكُيَاহে মালিকيَا مَالِكُ
نَارُيَاহে আগুনيَا نَارُ

লান না-ফিয়াতু লিল জিনসের পরে

বাকি অংশইসম
(একবচন, Light, অনির্দিষ্ট এবং নাসব)
لا
إِلَّا اللَّهُ إِلَٰهَ لَا
আল্লাহ ব্যতীত (কোনো) উপাস্যনেই
إِلَّا بِاللَّهِقُوَّةَلَا
আল্লাহ্ (শক্তি) ছাড়া (কোনো) শক্তিনেই
لَهُشَرِيكَلَا
তাঁর (জন্য) কোনো অংশীদারনেই
فِيهِرَيْبَلَا
এর মধ্যে(কোনো) সন্দেহনেই

Partly flexible ইসমের ক্ষেত্রে

ক কোরআনে উল্লেখিত কিছু জায়গার নাম 

জারনাসবরফা
جَهَنَّمَجَهَنَّمَجَهَنَّمُ
مَكَّةَمَكَّةَمَكَّةُ
يَثْرِبَيَثْرِبَيَثْرِبُ

খ কোরআনে উল্লেখিত কিছু ব্যক্তি/নবীর নাম 

জারনাসবরফা
إِبْرَاهِيمَ إِبْرَاهِيمَ إِبْرَاهِيمُ
مَرْيَمَمَرْيَمَمَرْيَمُ
يُوسُفَيُوسُفَيُوسُفُ
هَارُونَهَارُونَهَارُونُ 
يَعْقُوبَيَعْقُوبَ يَعْقُوبُ 
إِسْمَاعِيلَإِسْمَاعِيلَ إِسْمَاعِيلُ

গ কোরআনে উল্লেখিত নির্দিষ্ট কিছু বহুবচনের ক্ষেত্রে

বাংলা অর্থআরবি শব্দসমূহ
দুয়ের বেশি মাসজিদمَسَاجِدُ
দুয়ের বেশি নবীأَنْبِيَاءُ

ঘ কোরআনে উল্লেখিত তুলনামূলক বিশেষণের ক্ষেত্রে 

বাংলা অর্থআরবি শব্দসমূহ
তুলনামূলকভাবে বেশি বড়أَكْبَرُ
তুলনামূলকভাবে বেশি ভালোأَحْسَنُ

এই লিংক থেকে পরবর্তী পোস্ট ” নমনীয়তা/ Flexibility ” সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ

error: Content is protected !!