লিঙ্গ/Gender

আরবী ব্যাকরণে লিঙ্গ/Gender দুপ্রকার 

  • পুরুষবাচক/ الْمُذَكَّرُ/Masculine
  • স্ত্রীবাচক/ الْمُؤَنَّثُ/Feminine

আরবি ব্যাকরণে, সমস্ত ইসমই হয় পুরুষবাচক বা স্ত্রীবাচক হবে। যেমন একটি বই, একটি কলম,,আকাশ, চন্দ্র , সূর্য ইত্যাদি হয় পুরুষবাচক নয়তো স্ত্রীবাচক হবে যেহেতু পুরুষবাচক ও স্ত্রীবাচকের বাহিরে আর কোনো প্রকার লিঙ্গ/gender নেই।

লিঙ্গ/Gender নির্ধারণ করার সহজ উপায় হল এটি স্ত্রীবাচক কিনা নিশ্চিত করা। যদি স্ত্রীবাচক বলার কোন কারণ না থাকে , তাহলে ঐ ইসমকে পুরুষবাচক হিসাবে বিবেচনা করা হবে। পরবর্তী পোস্টে আমরা দেখবো যেসব কারণে একটি ইসম স্ত্রীবাচক হবে।

এই লিংক থেকে পরবর্তী পোস্ট ” যেসব কারণে একটি ইসম স্ত্রীবাচক হয় ” সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!