সূরা আল মাউন
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ | ||
فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ | أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ | |
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ | وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ | |
الَّذِينَ هُمْ يُرَاءُونَ | الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ | |
وَيَمْنَعُونَ الْمَاعُونَ |
তুমি কি তাকে দেখেছ যে ধর্মকর্মকে প্রত্যাখান করে? সে তো ঐ জন যে এতীমদের হাঁকিয়ে দেয়। আর গরীব-দুঃখীকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দেখায় না। অতএব ধিক্ সেইসব নামায-পড়ুয়াদের প্রতি। যারা স্বয়ং তাদের নামায সন্বন্ধে উদাসীন। যারা নিজেরাই হচ্ছে লোক-দেখিয়ে।আর যারা নিষেধ করে সাহায্য-সহায়তাকরণ।
নিচের টেবিলে সূরা আল মাউনের মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :
বাক্যাংশের নাম | বাংলা অর্থ | বাক্যাংশ |
জার্ মাজরূর | বিচারদিবসকে | بِالدِّينِ |
জার্ মাজরূর/মুদফ ও মুদফ ইলাইহি | মিসকীনকে অন্ন দেয়ার ব্যাপারে | عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ |
জার্ মাজরূর | নামাযীদের জন্য | لِّلْمُصَلِّينَ |
জার্ মাজরূর/মুদফ ও মুদফ ইলাইহি | তাদের নামায সম্বন্ধে | عَن صَلَاتِهِمْ |
সুরা মাউনের বিস্তারিত ব্যাকরণ দেখতে আমাদের YouTube চ্যানেল থেকে এই ক্লাসটি দেখে নিতে পারেন