আপনি যদি হারফুন নিদা ও মুনাদা (পাঠ – ১) না পড়ে থাকেন, এই লিংক থেকে পড়ে নিতে পারেন
হারফুন নিদা
যে হরফ দ্বারা ডাকা হয় তাকে হারফুন নিদা/النداء বলে ।পবিত্র কুরআনুল কারীমে সবচেয়ে বেশি ব্যবহৃত হারফুন নিদা হলো يَا যার বাংলা অর্থ হলো হে/ওহে।
মুনাদা
অপরদিকে, হারফুন নিদা দ্বারা যাকে ডাকা/সম্বোধন করা হয় তাকে মুনাদা/اَلْمُنَادَى বলা হয়। মুনাদা সর্বদা নির্দিষ্ট।
পবিত্র কুরআনুল কারীমে হারফুন নিদা ও মুনাদার ব্যাপক ব্যবহার দেখা যায়। আমরা সহজতার জন্য প্যাটার্ন হিসাবে দেখবো।হারফুন নিদা ও মুনাদা (পাঠ – ১) এ আমরা দুটি প্যাটার্ন দেখেছি। এখানে বাকি প্যাটার্নগুলো দেখবো ইন বা আল্লাহ :
প্যাটার্ন -৩ : হারফুন নিদা (يَا) + মুনাদা (أَيُّهَا) + বদল (পুরুষবাচক)
যখন কোন আলিফ লাম যুক্ত সাধারণ বিশেষ্য (Common Noun) আসে, তখন يَا এর পর أَيُّهَا ব্যবহৃত হয়। আরবি ব্যাকরণে এই أَيُّهَا কে মুনাদা বলা হয় এবং পরবর্তী আলিফ লাম যুক্ত সাধারণ বিশেষ্যকে أَيُّهَا মুনাদার বদল বলা হয়। আলিফ লাম যুক্ত সাধারণ বিশেষ্যর স্টেটাস সর্বদা রফা হয়। পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ দেখানো হলো এবং সহজতার জন্য, মুনাদা এবং বদল একসাথে দেখানো হয়েছে :
মুনাদা | হারফুন নিদা | বাংলা অর্থ | আরবি শব্দসমূহ |
---|---|---|---|
أَيُّهَا الرَّسُولُ | يَا | হে রসূল | يَا أَيُّهَا الرَّسُولُ |
أَيُّهَا النَّبِيُّ | يَا | হে নবী | يَا أَيُّهَا النَّبِيُّ |
أَيُّهَا الْمُزَّمِّلُ | يَا | হে বস্ত্রাচ্ছাদনকারী | يَا أَيُّهَا الْمُزَّمِّلُ |
أَيُّهَا الْمُدَّثِّرُ | يَا | হে চাদরাবৃত | يَا أَيُّهَا الْمُدَّثِّرُ |
أَيُّهَا النَّاسُ | يَا | হে মানবজাতি | يَا أَيُّهَا النَّاسُ |
أَيُّهَا الْإِنسَانُ | يَا | হে মানুষ | يَا أَيُّهَا الْإِنسَانُ |
أَيُّهَا الْكَافِرُونَ | يَا | হে অবিশ্বাসীগণ | يَا أَيُّهَا الْكَافِرُونَ |
أَيُّهَا الْعَزِيزُ | يَا | ওহে প্রধান | يَا أَيُّهَا الْعَزِيزُ |
أَيُّهَا النَّمْلُ | يَا | হে পিপীলিকার দল | يَا أَيُّهَا النَّمْلُ |
أَيُّهَا الْمَلَأُ | يَا | হে পরিষদবর্গ | يَا أَيُّهَا الْمَلَأُ |
প্যাটার্ন -৪ : হারফুন নিদা (يَا) + মুনাদা (أَيَّتُهَا) + বদল (স্ত্রীবাচক)
এই প্যাটার্নটি প্যাটার্ন -৩ এর মতোই। একমাত্র ব্যতিক্রম হলো যদি বদলটি স্ত্রীবাচক হয় তাহলে أَيُّهَا না এসে أَيَّتُهَا আসবে। পবিত্র কুরআনুল কারীম থেকে একটি উদাহরণ দেখানো হলো এবং সহজতার জন্য, মুনাদা এবং বদল একসাথে দেখানো হয়েছে :
মুনাদা | হারফুন নিদা | বাংলা অর্থ | আরবি শব্দসমূহ |
---|---|---|---|
أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ | يَا | হে প্রশান্ত মন | يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ |
প্যাটার্ন -৫ : হারফুন নিদা (يَا) + মুনাদা (أَيُّهَا) + ইসম মাওসুল ও সিলাহ
মুনাদা | হারফুন নিদা | বাংলা অর্থ | আরবি শব্দসমূহ |
---|---|---|---|
أَيُّهَا الَّذِينَ آمَنُوا | يَا | ওহে যারা ঈমান এনেছো | يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا |
أَيُّهَا الَّذِينَ هَادُوا | يَا | ওহে যারা ইহুদী মত পোষণ কর | يَا أَيُّهَا الَّذِينَ هَادُوا |
أَيُّهَا الَّذِينَ كَفَرُوا | يَا | ওহে যারা অবিশ্বাস পোষণ করেছ | يَا أَيُّهَا الَّذِينَ كَفَرُوا |
أَيُّهَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ | يَا | ওহে যাদের কিতাব দেয়া হয়েছে | يَا أَيُّهَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ |
এছাড়াও اللَّهُمَّ (আল্লাহুম্মা) একটি আরবি শব্দ যার অর্থ “হে আল্লাহ“। এটিও একটি হারফুন নিদা ও মুনাদার উদাহরণ।এটি সম্মানজনক উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে সম্বোধন করার জন্য ব্যবহৃত হয়। পবিত্র কোরআনে পাঁচবার اللَّهُمَّ (আল্লাহুম্মা) শব্দটি ব্যবহৃত হয়েছে এবং এটি অনেক দুয়ার শুরুতে ব্যবহৃত হয়।
নতুন কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ।
Alhamdulillah. নিদা ও মুনাদা সম্পর্কে জানতে পারলাম।