হারফুন নিদা ও মুনাদা (পাঠ – ২)

আপনি যদি হারফুন নিদা ও মুনাদা (পাঠ – ১) না পড়ে থাকেন, এই লিংক থেকে পড়ে নিতে পারেন

হারফুন নিদা

যে হরফ দ্বারা ডাকা হয় তাকে হারফুন নিদা/النداء বলে ।পবিত্র কুরআনুল কারীমে সবচেয়ে বেশি ব্যবহৃত হারফুন নিদা হলো يَا যার বাংলা অর্থ হলো হে/ওহে।

মুনাদা
অপরদিকে, হারফুন নিদা দ্বারা যাকে ডাকা/সম্বোধন করা হয় তাকে মুনাদা/اَلْمُنَادَى বলা হয়। মুনাদা সর্বদা নির্দিষ্ট।

পবিত্র কুরআনুল কারীমে হারফুন নিদা ও মুনাদার ব্যাপক ব্যবহার দেখা যায়। আমরা সহজতার জন্য প্যাটার্ন হিসাবে দেখবো।হারফুন নিদা ও মুনাদা (পাঠ – ১) এ আমরা দুটি প্যাটার্ন দেখেছি। এখানে বাকি প্যাটার্নগুলো দেখবো ইন বা আল্লাহ :

প্যাটার্ন -৩ : হারফুন নিদা (يَا) + মুনাদা (أَيُّهَا) + বদল (পুরুষবাচক)

যখন কোন আলিফ লাম যুক্ত সাধারণ বিশেষ্য (Common Noun) আসে, তখন يَا এর পর أَيُّهَا ব্যবহৃত হয়। আরবি ব্যাকরণে এই أَيُّهَا কে মুনাদা বলা হয় এবং পরবর্তী আলিফ লাম যুক্ত সাধারণ বিশেষ্যকে أَيُّهَا মুনাদার বদল বলা হয়। আলিফ লাম যুক্ত সাধারণ বিশেষ্যর স্টেটাস সর্বদা রফা হয়। পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু উদাহরণ দেখানো হলো এবং সহজতার জন্য, মুনাদা এবং বদল একসাথে দেখানো হয়েছে :

মুনাদাহারফুন নিদাবাংলা অর্থআরবি শব্দসমূহ
أَيُّهَا الرَّسُولُيَا হে রসূলيَا أَيُّهَا الرَّسُولُ
أَيُّهَا النَّبِيُّيَاহে নবীيَا أَيُّهَا النَّبِيُّ
أَيُّهَا الْمُزَّمِّلُيَا‎হে বস্ত্রাচ্ছাদনকারীيَا أَيُّهَا الْمُزَّمِّلُ
أَيُّهَا الْمُدَّثِّرُيَاহে চাদরাবৃতيَا أَيُّهَا الْمُدَّثِّرُ
أَيُّهَا النَّاسُيَاহে মানবজাতিيَا أَيُّهَا النَّاسُ
أَيُّهَا الْإِنسَانُيَاহে মানুষيَا أَيُّهَا الْإِنسَانُ
أَيُّهَا الْكَافِرُونَيَاহে অবিশ্বাসীগণيَا أَيُّهَا الْكَافِرُونَ
أَيُّهَا الْعَزِيزُيَاওহে প্রধানيَا أَيُّهَا الْعَزِيزُ
أَيُّهَا النَّمْلُيَاহে পিপীলিকার দলيَا أَيُّهَا النَّمْلُ
أَيُّهَا الْمَلَأُيَاহে পরিষদবর্গيَا أَيُّهَا الْمَلَأُ

প্যাটার্ন -৪ : হারফুন নিদা (يَا) + মুনাদা (أَيَّتُهَا) + বদল (স্ত্রীবাচক)
এই প্যাটার্নটি প্যাটার্ন -৩ এর মতোই। একমাত্র ব্যতিক্রম হলো যদি বদলটি স্ত্রীবাচক হয় তাহলে أَيُّهَا না এসে أَيَّتُهَا আসবে। পবিত্র কুরআনুল কারীম থেকে একটি উদাহরণ দেখানো হলো এবং সহজতার জন্য, মুনাদা এবং বদল একসাথে দেখানো হয়েছে :

মুনাদাহারফুন নিদাবাংলা অর্থআরবি শব্দসমূহ
أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ‎يَا হে প্রশান্ত মনيَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ‎

প্যাটার্ন -৫ : হারফুন নিদা (يَا) + মুনাদা (أَيُّهَا) + ইসম মাওসুল ও সিলাহ

মুনাদাহারফুন নিদাবাংলা অর্থআরবি শব্দসমূহ
أَيُّهَا الَّذِينَ آمَنُوايَاওহে যারা ঈমান এনেছোيَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
أَيُّهَا الَّذِينَ هَادُوايَاওহে যারা ইহুদী মত পোষণ করيَا أَيُّهَا الَّذِينَ هَادُوا
أَيُّهَا الَّذِينَ كَفَرُوايَاওহে যারা অবিশ্বাস পোষণ করেছيَا أَيُّهَا الَّذِينَ كَفَرُوا
أَيُّهَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَيَاওহে যাদের কিতাব দেয়া হয়েছেيَا أَيُّهَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ

এছাড়াও اللَّهُمَّ (আল্লাহুম্মা) একটি আরবি শব্দ যার অর্থ “হে আল্লাহ“। এটিও একটি হারফুন নিদা ও মুনাদার উদাহরণ।এটি সম্মানজনক উপায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে সম্বোধন করার জন্য ব্যবহৃত হয়। পবিত্র কোরআনে পাঁচবার اللَّهُمَّ (আল্লাহুম্মা) শব্দটি ব্যবহৃত হয়েছে এবং এটি অনেক দুয়ার শুরুতে ব্যবহৃত হয়।

2 comments

  1. Alhamdulillah. নিদা ও মুনাদা সম্পর্কে জানতে পারলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!