ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহির অন্য বাক্যাংশের সাথে সমন্বিত ব্যবহার

ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহি অন্য বাক্যাংশের সাথে সমন্বিতভাবে ব্যবহৃত হতে পারে। প্রথমে দেখবো জার্ মাজরূর এর সাথে কিভাবে ব্যবহৃত হয় :

মুশারুন ইলাইহিমাজরূর/
ইসমুল ইশারা
হরফে জার্বাংলা অর্থসমন্বিত বাক্যাংশ
الْقُرْآنِهَٰذَافِيএই কুরআনেفِي هَٰذَا الْقُرْآنِ
الْحَدِيثِهَٰذَابِএই নতুন বাণীতেبِهَٰذَا الْحَدِيثِ
الْقُرْآنِهَٰذَابِএই কুরআনেبِهَٰذَا الْقُرْآنِ 
الْبَلَدِهَٰذَابِএই নগরের নামেبِهَٰذَا الْبَلَدِ
الْحَيَاةِهَٰذِهِفِيএই জীবনেفِي هَٰذِهِ الْحَيَاةِ
الْقَرْيَةِهَٰذِهِمِنْএই জনপদ থেকে مِنْ هَٰذِهِ الْقَرْيَةِ 
الشَّجَرَةِهَٰذِهِعَنْএ বৃক্ষের ব্যাপারেعَنْ هَٰذِهِ الشَّجَرَةِ 
الدُّنْيَاهَٰذِهِفِيএই দুনিয়াতেفِي هَٰذِهِ الدُّنْيَا
এইরকম ক্ষেত্রে মুশারুন ইলাইহিকে বদল ও বলা হয়

এবার দেখবো মুদফ ও মুদফ ইলাইহির এর সাথে কিভাবে সমন্বিতভাবে ব্যবহৃত হয়:

মুশারুন ইলাইহিমুদফ ইলাইহি/
ইসমুল ইশারা
মুদফবাংলা অর্থসমন্বিত বাক্যাংশ
الْغُرَابِ هَٰذَامِثْلَএই কাকের মতোمِثْلَ هَٰذَا الْغُرَابِ 
الْبَيْتِهَٰذَارَبَّএই গৃহের প্রভুرَبَّ هَٰذَا الْبَيْتِ
الْبَلْدَةِهَٰذِهِرَبَّএই শহরের প্রভুرَبَّ هَٰذِهِ الْبَلْدَةِ 
এইরকম ক্ষেত্রে মুশারুন ইলাইহিকে বদল ও বলা হয়

এবার দেখবো মাউসুফ সিফাহর সাথে কিভাবে সমন্বিতভাবে ব্যবহৃত হয়:

সিফাহমুশারুন ইলাইহি/
মাউসুফ
ইসমুল ইশারাবাংলা অর্থসমন্বিত বাক্যাংশ
الدُّنْيَاالْحَيَاةِهَٰذِهِএই দুনিয়ার জীবনهَٰذِهِ الْحَيَاةِ الدُّنْيَا

1 thought on “ইসমুল ইশারা ও মুশারুন ইলাইহির অন্য বাক্যাংশের সাথে সমন্বিত ব্যবহার”

  1. Assalamualikum.
    মুশারুন ইলাইহি দেখা যাচ্ছে জার্ ফর্মে আছে। বিষয়টি কি তাই?

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top