বচন/Number
বচন/Number একটি ইসমের সংখ্যার ধারণা দেয় ।যদিও ইংরেজি বা বাংলা ব্যাকারণে আমরা সাধারণত একবচন ও বহুবচনের বর্ণনা দেখি কিন্তু আরবি ব্যাকারণে বচন তিন প্রকারের:
একবচন/Singular
যে ইসম একটিমাত্র ব্যক্তি/বস্তু সম্পর্কে ধারণা দেয় তাকে একবচন বলে। যেমন একটি বাড়ি, একটি কলম, একজন মুসলিম ইত্যাদি।
দ্বিবচন/Dual
যে ইসম দুজন ব্যক্তি বা দুটি বস্তু সম্পর্কে ধারণা দেয় তাকে দ্বিবচন বলে। যেমন দুটি বাড়ি, দুটি কলম, দুজন মুসলিম ইত্যাদি।
বহুবচন/Plural
যে ইসম দুইয়ের অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে ধারণা দেয় তাকে বহুবচন বলে। যেমন দুইয়ের অধিক বাড়ি, দুইয়ের অধিক কলম, দুজনের অধিক মুসলিম ইত্যাদি।
নিচের টেবিল থেকে বাংলা ও আরবি উদাহরণ পাশাপাশি দেখে বচনের বিষয়টা বুঝার চেষ্টা করি :
বহুবচন | দ্বিবচন | একবচন | . |
---|---|---|---|
দুজনের অধিক মুসলিম | দুজন মুসলিম | একজন মুসলিম | বাংলা |
مُسْلِمُوُنَ | مُسْلِماَنِ | مُسْلِمٌ | আরবি |
দুজনের অধিক সফল ব্যক্তি | দুজন সফল ব্যক্তি | একজন সফল ব্যক্তি | বাংলা |
مُفْلِحُوْنَ | مُفْلِحَانِ | مُفْلِحٌ | আরবি |
দুজনের অধিক মিথ্যাবাদী | দুজন মিথ্যাবাদী | একজন মিথ্যাবাদী | বাংলা |
كَاذِبُوْنَ | كَاذِبَانِ | كَاذِبٌ | আরবি |
দুজনের অধিক সাক্ষদাতা | দুজন সাক্ষদাতা | একজন সাক্ষদাতা | বাংলা |
شَاهِدُوْنَ | شَاهِدَانِ | شَاهِدٌ | আরবি |
দুজনের অধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি | দুজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি | একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি | বাংলা |
خَاسِرُوْنَ | خَاسِرَانِ | خَاسِرٌ | আরবি |
এই লিংক থেকে পরবর্তী পোস্ট ” পুরুষবাচক বহুবচন ইসম করার নিয়ম ” সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ
good
আলহামদুলিল্লাহ, নিজেকে যাচাই করার খুব সুন্দর একটা পদ্ধতি। আমি ধন্যবাদ জানাই এই সমগ্র টিমকে। মহা স্রষ্টা আপনাদের এই মহান প্রচেষ্টার জন্য উত্তম প্রতিদান দুনিয়া ও আখেরাতে প্রদান করুন। আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমাদের কোরআনের জ্ঞান বৃদ্ধি করে দেন মহান স্রষ্টা।
আলহামদুলিল্লাহ