নমনীয়তা/ Flexibility

একটি ইসমের স্টেটাস সাধারণভাবে রফা, নাসব এবং জারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে । যেমনটা আমরা মুসলিমুন চার্টের একবচনের ক্ষেত্রে দেখতে পাই। অন্যদিকে মুসলিমুন চার্টের দ্বিবচন/বহুবচনের ক্ষেত্রে অথবা মুসলিমুন চার্ট ছাড়াও অন্যান্য ইসমের ক্ষেত্রে নাসব এবং জারের ফর্মগুলো দেখতে একইরকম হয়। আবার কিছু ইসম মোটেই মুসলিমুন চার্ট অনুসরণ করে না অর্থাৎ রফা, নাসব এবং জারের ক্ষেত্রে দেখতে একইরকম হয়। 

👉 যে ইসম প্রতিটা স্ট্যাটাসের জন্য দেখতে ভিন্ন ভিন্ন রূপ হয়, ঐ ইসমকে Fully Flexible বলা হয়  

👉 যে ইসম নাসব এবং জার স্ট্যাটাসের জন্য দেখতে একইরকম হয়, ঐ ইসমকে Partly Flexible বলা হয়  

👉 যে ইসম রফা, নাসব এবং জার স্ট্যাটাসের জন্য দেখতে একইরকম হয়, ঐ ইসমকে Non Flexible বলা হয় 

👉🏻 কোরআনে ব্যবহৃত কিছু Partly-flexible ইসম 

জারনাসবরফা
إِبْرَاهِيمَ إِبْرَاهِيمَ إِبْرَاهِيمُ
مَرْيَمَمَرْيَمَمَرْيَمُ
يُوسُفَيُوسُفَيُوسُفُ
هَارُونَهَارُونَهَارُونُ 
يَعْقُوبَيَعْقُوبَ يَعْقُوبُ 
إِسْمَاعِيلَإِسْمَاعِيلَ إِسْمَاعِيلُ
جَهَنَّمَجَهَنَّمَجَهَنَّمُ
مَكَّةَمَكَّةَمَكَّةُ
يَثْرِبَيَثْرِبَيَثْرِبُ

👉🏻 কোরআনে ব্যবহৃত কিছু Non-flexible ইসম 

জারনাসবরফা
مُوسَىٰمُوسَىٰمُوسَىٰ
عِيسَىٰعِيسَىٰعِيسَىٰ
يَحْيَىٰيَحْيَىٰيَحْيَىٰ
هُدًىهُدًىهُدًى
زَكَرِيَّازَكَرِيَّازَكَرِيَّا
এই লিংক থেকে পরবর্তী পোস্ট ” বচন/Number ” পড়তে পারেন

6 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!