বচন/Number

বচন/Number

বচন/Number একটি ইসমের সংখ্যার ধারণা দেয় ।যদিও ইংরেজি বা বাংলা ব্যাকারণে আমরা সাধারণত একবচন ও বহুবচনের বর্ণনা দেখি কিন্তু আরবি ব্যাকারণে বচন তিন প্রকারের:

একবচন/Singular

যে ইসম একটিমাত্র ব্যক্তি/বস্তু সম্পর্কে ধারণা দেয় তাকে একবচন বলে। যেমন একটি বাড়ি, একটি কলম, একজন মুসলিম ইত্যাদি।

দ্বিবচন/Dual

যে ইসম দুজন ব্যক্তি বা দুটি বস্তু সম্পর্কে ধারণা দেয় তাকে দ্বিবচন বলে। যেমন দুটি বাড়ি, দুটি কলম, দুজন মুসলিম ইত্যাদি।

বহুবচন/Plural

যে ইসম দুইয়ের অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তু সম্পর্কে ধারণা দেয় তাকে বহুবচন বলে। যেমন দুইয়ের অধিক বাড়ি, দুইয়ের অধিক কলম, দুজনের অধিক মুসলিম ইত্যাদি।

নিচের টেবিল থেকে বাংলা ও আরবি উদাহরণ পাশাপাশি দেখে বচনের বিষয়টা বুঝার চেষ্টা করি :

বহুবচনদ্বিবচনএকবচন.
দুজনের অধিক মুসলিমদুজন মুসলিমএকজন মুসলিমবাংলা
مُسْلِمُوُنَمُسْلِماَنِمُسْلِمٌআরবি
দুজনের অধিক সফল ব্যক্তিদুজন সফল ব্যক্তিএকজন সফল ব্যক্তিবাংলা
مُفْلِحُوْنَمُفْلِحَانِمُفْلِحٌআরবি
দুজনের অধিক মিথ্যাবাদীদুজন মিথ্যাবাদীএকজন মিথ্যাবাদীবাংলা
كَاذِبُوْنَكَاذِبَانِكَاذِبٌআরবি
দুজনের অধিক সাক্ষদাতাদুজন সাক্ষদাতাএকজন সাক্ষদাতাবাংলা
شَاهِدُوْنَشَاهِدَانِشَاهِدٌআরবি
দুজনের অধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তিদুজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিএকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিবাংলা
خَاسِرُوْنَخَاسِرَانِخَاسِرٌআরবি

এই লিংক থেকে পরবর্তী পোস্ট ” পুরুষবাচক বহুবচন ইসম করার নিয়ম ” সম্পর্কে ধারণা নিবো ইন শা আল্লাহ

1 thought on “বচন/Number”

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top