বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল কুরাইশ

সূরা আল কুরাইশ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

لِإِيلَافِ قُرَيْشٍ ‏  ، إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ‏

فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ ، الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। কুরাইশদের নিরাপত্তার জন্য , শীতকালীন ও গ্রীকালীন বিদেশযাত্রায় তাদের নিরাপত্তার জন্য।অতএব তারা এই গৃহের প্রভুর উপাসনা করুক যিনি ক্ষুধায় তাদের আহার দিয়েছেন, আর ভয়-ভীতি থেকে তাদের নিরাপদ রেখেছেন।

নিচের টেবিলে সূরা আল কুরাইশের মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
জার্ মাজরূর/মুদফ ও
মুদফ ইলাইহি
কুরাইশদের নিরাপত্তার
জন্য
لِإِيلَافِ قُرَيْشٍ
মুদফ ও মুদফ ইলাইহিতাদের নিরাপত্তাإِيلَافِهِمْ
মুদফ ও মুদফ ইলাইহিশীতকালীন সফরেرِحْلَةَ الشِّتَاءِ
মুদফ ও মুদফ ইলাইহি/ইসমুল
ইশারা মুশারুন ইলাইহি (বদল)
এই গৃহের প্রভুرَبَّ هَٰذَا الْبَيْتِ
জার্ মাজরূরক্ষুধা থেকেمِّن جُوعٍ
জার্ মাজরূরভয়-ভীতি থেকেمِّنْ خَوْفٍ

সুরা কুরাইশ এর বিস্তারিত ব্যাকরণ দেখতে আমাদের YouTube চ্যানেল থেকে এই ক্লাসটি দেখে নিতে পারেন

3 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!