বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল হুমাযাহ

সূরা আল হুমাযাহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

 وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ ، الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ‏ ،  يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ ‎‏

 كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ ، وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ ‎‏‎‏

 نَارُ اللَّهِ الْمُوقَدَةُ ، الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ‏

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ ‏، فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ ‏

ধিক্ প্রত্যেক নিন্দাকারী কুৎসারটনাকারীর প্রতি। যে ধনসম্পদ জমা করছে এবং তা গুনছে। সে ভাবছে যে তার ধনসম্পত্তি তাকে অমর করবে। কখনো না! তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে সর্বনাশা দুর্ঘটনায়। আর কিসে তোমাকে বোঝানো যাবে সেই হুতামাহ্ কি? তা আল্লাহ্‌র হুতাশন, প্রজ্জ্বলিত রয়েছে। যা উদিত হয়েছে হৃদয়ের উপরে। নিঃসন্দেহ এটি হচ্ছে তাদের চারপাশে এক বেড়া। সারিসারি খুটিরঁ ভেতরে।

নিচের টেবিলে সূরা আল হুমাযাহর মধ্যে পাওয়া বাক্যাংশগুলোর নাম তাদের বাংলা অর্থসহ দেয়া হলো :

বাক্যাংশের নামবাংলা অর্থবাক্যাংশ
জার্ মাজরূর/বিশেষ
মুদফ ও মুদফ ইলাইহি
প্রত্যেক নিন্দাকারীর প্রতিلِّكُلِّ هُمَزَةٍ
হারফুন নাসব ও ইহার ইসম/মুদফ
ও মুদফ ইলাইহি
যে তার ধনসম্পত্তিأَنَّ مَالَهُ
জার্ মাজরূরপিষ্টকারীর মধ্যেفِي الْحُطَمَةِ
মুদফ/মাউসুফ ও মুদফ ইলাইহি সিফাহআল্লাহর প্রজ্জ্বলিত অগ্নিنَارُ اللَّهِ الْمُوقَدَةُ 
জার্ মাজরূরহৃদয়ের উপরেعَلَى الْأَفْئِدَةِ 
হারফুন নাসব ও ইহার ইসমনিঃসন্দেহে এটিإِنَّهَا
জার্ মাজরূরতাদের উপরেعَلَيْهِم
জার্ মাজরূর/মাউসুফ ও
সিফাহ
সারিসারি খুটিরঁ
ভেতরে
فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ

1 thought on “বাক্যাংশ সনাক্তকরণ-সূরা আল হুমাযাহ”

Comments are closed.

error: Content is protected !!
Scroll to Top