হারফুল আতফ, মা’তুফ ও মা’তুফ আলাইহি

হারফুল আতফ/ حَرْفُ العَطْفِ

যে হারফ/অব্যয় দ্বারা দুটি ইসম বা দুটি ফি’ল বা দুটি বাক্য যুক্ত করা হয় সেসকল হারফ/অব্যয়কে বলে হারফুল আতফ ।  ইংরেজীতে এইগুলিকে বলা হয় conjunction যেমন and, or, but ইত্যাদি। আরবি ব্যাকরণে conjunction/হারফুল আতফ দশটি  و, فا, ثم ,حتي ,أَوْ , إما ,أم ,بل, لكن ,لا

মা’তুফ/مَعْطُوْفٌ 

হারফে আতফ যে ইসম, ফি’ল বা বাক্যকে যুক্ত করে তাদের বলা হয় মা’তুফ 

মা’তুফ আলাইহি /مَعْطُوْفٌ عَلَيهِ

হারফে আতফ পূর্ববর্তী যে ইসম, ফি’ল বা বাক্যের সাথে যুক্ত করে তাদেরকে বলে  মা’তুফ আলাইহি

হারফুল আতফ দ্বারা দুটি ইসম ও ফি’ল যুক্ত করার উদাহরণ

মা’তুফহারফুল আতফ মা’তুফ আলাইহি বাক্যের বাকি অংশ
أَجْرٌ عَظِيمٌوَمَّغْفِرَةٌلَهُم 
أَجْرٌ كَبِيرٌ وَمَّغْفِرَةٌلَهُم 
الْأَرْضِوَالسَّمَاوَاتِ لَهُ مُلْكُ
الْأَرْضِوَالسَّمَاوَاتِلِلَّهِ مُلْكُ
أَحْيَاءٌبَلْأَمْوَاتٌوَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ
فِي سَبِيلِ اللَّهِ
كَفَرُواثُمَّآمَنُواذَٰلِكَ بِأَنَّهُمْ
نَصَارَىٰأَوْهُودًاكُونُوا 

হারফুল আতফ দ্বারা দুটি বাক্য যুক্ত করার উদাহরণ

বাক্য-২হারফুল আতফ বাক্য-১
لَمْ يُولَدْوَلَمْ يَلِدْ
لَمْ تُنذِرْهُمْأَمْأَأَنذَرْتَهُمْ
لِيَ دِينِوَلَكُمْ دِينُكُمْ

2 comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!