যৌগিক বাক্যাংশ/Compound Fragment

যৌগিক বাক্যাংশ/Compound Fragment এর অধীনে আমরা দুইটি টপিক আলোচনা করবো ইন শা আল্লাহ :
১. মাউসুফ ও যৌগিক সিফাহ/Mawsuf & Compound Sifah
২. ইসম মাওসুল ও সিলাহ/Ism Mawsul & Silah

১. মাউসুফ ও যৌগিক সিফাহ/Mawsuf & Compound Sifah

আমরা মাউসুফ ও সিফাহ বাক্যাংশে দেখেছি মাউসুফ হল যার দোষ গুণ বর্ণনা করা হয়। অন্যদিকে যেসব শব্দ (ইসম) ব্যবহার করে মাউসুফের দোষ গুণ বর্ণনা করা হয়, ওই শব্দ(সমূহ) কে সিফাহ (صفة) বলে। আরো দেখেছি মাউসুফ এবং সিফাহর চারটি বৈশিষ্ট্য একরকম হতে হবে।

কিন্তু মাউসুফ ও যৌগিক সিফাহ বাক্যাংশে সিফাহ একাধিক শব্দের সমন্বয়ে হবে এবং এই সিফাহটি হতে পারে একটি সরল বাক্যাংশ, একটি যৌগিক বাক্যাংশ অথবা একটি বাক্য। নিচে মাউসুফ সিফাহ বাক্যাংশের কিছু উদাহরণ পবিত্র কুরআন থেকে দেয়া হল:

বাংলা অর্থযৌগিক সিফাহ(মাউসুফ)
সৃষ্ট-জগতের রব্ আল্লাহ্‌র জন্যرَبِّ الْعَالَمِينَ(لِلَّهِ (اللَّهِ
বিচার দিনের মালিক আল্লাহ্‌র জন্যمَالِكِ يَوْمِ الدِّينِ(لِلَّهِ (اللَّهِ
(দুর্ভোগ ঐসব) নামাযীর জন্য যারা
তাদের নামায সম্বন্ধে বে-খবর
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَلِّلْمُصَلِّينَ
(المُصَلِّينَ)
জান্নাত, যাদের নিচ দিয়ে বয়ে চলেছে ঝরনারাজিتَجۡرِی مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَـٰرُۖجَنَّـٰتࣲ
আগুনকে ভয় কর যার জ্বালানি হচ্ছে মানুষ এবং পাথরগুলোٱلَّتِی وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُۖفَٱتَّقُوا۟
(ٱلنَّارَ)

২. ইসম মাওসুল ও সিলাহ/Ism Mawsul & Silah

ইসম মাওসুল হল এক ধরণের সম্বন্ধযুক্ত সর্বনাম/Relative Pronoun যা একটি নির্ভরশীল বাক্য শুরু করতে ব্যবহৃত হয় এবং এই নির্ভরশীল বাক্যটি স্বাধীন বাক্যে ব্যবহৃত কোন ইসম সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।ইসম মাওসুল যে নির্ভরশীল বাক্যটি শুরু করতে ব্যবহৃত হয়, ওই অংশসমূহকে বলে সিলাহ

একটি বাক্যাংশের মধ্যে যে উপাদানগুলো থাকে ঐসব উপাদানগুলো অবিচ্ছেদ্য। যেমন জার্ থাকলে মাজরূর পাওয়া যাবে, হরফুন নাসব থাকলে ইহার ইসম থাকবে অথবা মুদফ থাকলে মুদফ ইলাইহি পাওয়া যাবে। একইভাবে ইসম মাওসুল যেখানে থাকবে সেখানে সিলাহ পাওয়া যাবেই। এজন্যই ইসম মাওসুল ও সিলাহকে একটি বাক্যাংশের অধীনে আলোচনা করা হচ্ছে যদিও ইসম মাওসুল ও সিলাহকে একটি সরল বাক্যাংশ না বলে যৌগিক বাক্যাংশ বলা হচ্ছে কারণ ইহা বাক্যাংশের চেয়ে একটু বেশি অর্থ করে কিছুটা নির্ভরশীল বাক্যের মতো I

আরবি ব্যাকরণে বহুল ব্যবহৃত ইসম মাওসুলগুলো হল নিম্নরূপ :

ইসম মাওসুল Ism Mawsul Relative Pronoun

ইসম মাওসুল ও সিলাহ একটি advance টপিক। আমরা ছার্ফের/Sarf আলোচনায় আরো বিস্তারিত দেখবো ইন শা আল্লাহ। এ পর্যায়ে কিছু ইসম মাওসুল ও সিলাহর উদাহরণ পবিত্র কুরআন থেকে দেয়া হল:

বাংলা অর্থসিলাহইসম মাওসুল
 যে বিচারদিবসকে মিথ্যা বলেيُكَذِّبُ بِالدِّينِالَّذِي
যে অর্থ জমা করে جَمَعَ مَالًاالَّذِي
যা হৃদয় পর্যন্ত পৌছবেتَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ الَّتِي
যারা তাদের নামায সম্বন্ধে বে-খবরهُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَالَّذِينَ
যারা গায়েবে ঈমান আনে يُؤْمِنُونَ بِالْغَيْبِ الَّذِينَ
যার এবাদত আমি করিأَعْبُدُمَا
যে নিজেকে শুদ্ধ করেزَكَّاهَامَن
যার ইচ্ছা হয়شَاءَ مَن

1 comment

  1. “মাশাআল্লাহ”. খুব প্রয়োজনীয় পোস্ট । পবিত্র কুরআনের উদাহরণে, সূরার নাম, নাম্বার আর আয়াত যোগ করলে আমাদের জন্য ভাল হতো। যেমনঃ
    ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُون
    যারা তাদের নামাযের সম্বন্ধে বে-খবর
    ( সূরা আল মাউন – ১০৭ঃ৫ )

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!