এই পর্বে সূরা আল ইমরানের নিম্নোক্ত ৩৬ ও ৩৭ নম্বর আয়াতের কিছু অংশ নেয়া হয়েছে :
وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا
এই পর্ব থেকে আমরা নিম্নোক্ত ৬ টি শব্দ শিখবো যা পবিত্র কোরআনে ৪১৮১ বার এসেছে :
আরবি শব্দ (বাংলা উচ্চারণ) | অর্থ |
১. هَا (হা-) | তার/তাকে/her |
২. بِ (বি) | সাথে/কাছে with |
৩. كَ (কা) | তোমার/তোমাকে/Your /You |
৪. الشَّيْطَانِ (আশশাইত-ন) | শয়তান/Shaytan |
৫. حَسَنٍ (হাছানিন) | উত্তম/good |
৬. زَكَرِيَّا (যাকারিয়্যা) | যাকারিয়্যা/Zakariyya (আঃ) |
মারিয়ামের (আঃ) মা তার মেয়েকে ধার্মিক এবং আল্লাহর অনুগত হবার জন্য দুআ করেছিলেন । পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন : وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ অর্থাৎ ”আর আমি তার নাম রাখলাম মারিয়াম ” (৩: ৩৭) এই আয়াত থেকে আমরা একটি শব্দ মনে রাখবো তা হলো ১ هَا তার/তাকে/her
এই আয়াতের পরের অংশে বলা হয় وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ অর্থাৎ ” আমি অবশ্যই তোমার আশ্রয়ে তাকে রাখছি, আর তার সন্তানসন্ততিকেও, অভিশপ্ত শয়তানের থেকে। “
এই আয়াত থেকে আমরা নিম্নের তিনটি শব্দ মনে রাখবো :
২ بِ সাথে/কাছে with
৩ كَ তোমার/তোমাকে/You /Your
৪ الشَّيْطَانِ শয়তান/Shaytan
অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পরবর্তী আয়াতে বলেন : فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا نَبَاتًا حَسَنًا অর্থাৎ ” অতঃপর তাঁর পালনকর্তা তাঁকে উত্তম ভাবে গ্রহণ করে নিলেন “
এই আয়াত থেকে আমরা একটি শব্দ মনে রাখবো তা হলো ৫ حَسَنٍ উত্তম/good
শিশু হিসাবে মারিয়ামের (আঃ) আধ্যাত্মিকভাবে সুস্থ এবং উপকারী পরিবেশ তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল ।
অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আয়াতের পরবর্তী অংশে বলেন : وَكَفَّلَهَا زَكَرِيَّا অর্থাৎ ” আর তাকে সমর্পণ করলেন যাকারিয়্যর অভিভাকত্বে। ” এই আয়াত থেকে আমরা একটি শব্দ মনে রাখবো তা হলো ৬ زَكَرِيَّا যাকারিয়্যা/Zakariyya (আঃ)।
নিজেকে যাচাই করুন (জোড়া মিলানো)
Column-A | Column-B |
---|---|
هَا | যাকারিয়্যা/Zakariyya (আঃ) |
শয়তান/Shaytan | بِ |
زَكَرِيَّا | তোমার/তোমাকে/Your /You |
সাথে/কাছে with | حَسَنٍ |
كَ | তার/তাকে/her |
উত্তম/good | الشَّيْطَانِ |
আনন্দের সাথে শব্দ শেখা।