পবিত্র কুরআনুল কারীমে মা- (مَا) এর ব্যবহার

মা- (مَا) শব্দটির পবিত্র কুরআনুল কারীমে অনেকগুলো ব্যবহার দেখা যায়, তন্মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো :
১ না বোধক বাক্য গঠনে
২ সম্বন্ধসূচক সর্বনাম (Relative Pronoun) হিসাবে
৩ কি (What) যুক্ত প্রশ্নবোধক বাক্য গঠনে

নিম্নের টেবিলে পবিত্র কুরআনুল কারীম থেকে মা- (مَا) শব্দটির পূর্বোক্ত তিন ধরণের ব্যবহার দেখবো :

১ না বোধক বাক্য গঠনে মা- (مَا)

বাংলা অর্থআরবি আয়াত
সে মোটেও মৃত নয়مَا هُوَ بِمَيِّتٍ
আমি তো মুমিনদের তাড়িয়ে দেবার পাত্র নইمَا أَنَا بِطَارِدِ الْمُؤْمِنِينَ
তারা মোটেও বহনকারী নয়।مَا هُم بِحَامِلِينَ
তারা মোটেও মুমিন নয়।مَا هُمْ بِمُؤْمِنِينَ
তারা সেখান থেকে কোনোভাবেই প্রস্থানকারী নয়।مَا هُم بِخَارِجِينَ مِنْهَا
আপনি আমাদের প্রতি বিশ্বাসকারী নন।مَا أَنتَ بِمُؤْمِنٍ لَّنَا
এটা আল্লাহর থেকে নয়مَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ
এটা কিতাব থেকে নয়مَا هُوَ مِنَ الْكِتَابِ
আর তোমরা যা করছো আল্লাহ্ সে-বিষয়ে
অনবগত নন I
وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ
আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু ও সাহায্যকারী নেইوَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ
আমার ধন-সম্পদ আমার কোন উপকারে
আসল না I
مَا أَغْنَىٰ عَنِّي مَالِيَهْ
আমি মানব ও জিন জাতিকে আমার ইবাদাত ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি Iوَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
অবিশ্বাসীদের প্রার্থনা ভ্রান্তি ছাড়া কিছু নয়مَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ
তারা নিজেদের ছাড়া আর অন্য কাউকে পথভ্রষ্ট করেনাمَا يُضِلُّونَ إِلَّا أَنْفُسَهُمْ
তাদের বিতৃষ্ণা ছাড়া আর কিছু বাড়ায় না।مَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا
তাদের তীব্র অবাধ্যতা ছাড়া আর কিছুই বাড়ায় না।مَا يَزِيدُهُمْ إِلَّا طُغْيَانًا كَبِيرًا
জ্ঞানীরা ছাড়া আর কেউ বোঝে না।مَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ
আমি আসমান-যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী যা কিছু আছে অযথা সৃষ্টি করিনি Iوَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا

২ সম্বন্ধসূচক সর্বনাম (Relative Pronoun) হিসাবে মা- (مَا)

বাংলা অর্থআরবি আয়াত
আসমান সমূহ ও জমিনে যা আছে, তিনি তা
জানেন I
يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ
তারা জানে যা তোমরা কর Iيَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে
জানত না I
عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ
এবং আমি ইবাদাতকারী নই, যার
ইবাদাত তোমরা কর I
وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ
তোমরা যা কর, আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত Iوَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

৩ কি (What) যুক্ত প্রশ্নবোধক বাক্য গঠনে মা- (مَا)

বাংলা অর্থআরবি আয়াত
তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন
যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর ?
مَا يَفْعَلُ اللَّهُ بِعَذَابِكُمْ إِنْ شَكَرْتُمْ
করাঘাতকারী কি?مَا الْقَارِعَةُ
সুনিশ্চিত বিষয় কি?مَا الْحَاقَّةُ
আর কিসে তোমাকে বুঝতে দেবে
কি সেই বিচারের দিন?
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ
হে মূসা, তোমার ডানহাতে ওটা কি?وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَىٰ

1 thought on “পবিত্র কুরআনুল কারীমে মা- (مَا) এর ব্যবহার”

  1. তাজুল ইসলাম

    আসসালামোআলাইকু ৷ আমি কোরআ রিড়িং পড়তে পারি ৷ কোরআন বুজে পড়ার জন্য কোর্স আছেনি প্রি অথবা পেমেন্ট

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top