মাসনুন দুআর ব্যাকরণ

দুআ একটি স্বতন্ত্র ইবাদত। দুআ ইবাদতের মূল এবং একজন মুমিনের অস্ত্র। তাছাড়া মাসনুন দুআর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সাথে সারাদিন (নামাজের বাহিরেও) চুপি চুপি কথা বলতে পারি। এই পোস্টে মাসনুন দুআর ব্যাকরণ শিখবো ইন শা আল্লাহ !

খাওয়ার পূর্বের দুআ

بِسْمِ اللَّهِ

(আমি শুরু করছি) আল্লাহর নামে।(সহীহ বুখারি, হা/৫৩৭৬, সহীহ মুসলিম, হা/৫৩৮৮)

মুতাআল্লিক বিল ফি’লফি’ল
بِسْمِ اللَّهِ ( أَبْدَأُ )
আল্লাহর নামে(আমি শুরু করছি)
আমি শুরু করছি/أَبْدَأُ – এরকম একটি ফি’ল এই দুআর মধ্যে উহ্য আছে

মসজিদে প্রবেশের দুআ

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। (সহীহ মুসলিম, হা/১৬৫৫, আবু দাউদ, হা/৪৬৫, নাসাঈ, হা/৭২৯)

মাফ’উলমুতাআল্লিক বিল ফি’লফি’লহারফুন নিদা ও মুনাদা
أَبْوَابَ رَحْمَتِكَلِىافْتَحْاللهُمَّ
আপনার রহমতের দরজাসমূহআমার জন্যআপনি খুলে দিনহে আল্লাহ !

মসজিদ থেকে বের হওয়ার দুআ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِك

হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহ প্রত্যাশী। (সহীহ মুসলিম, হা/১৬৫৫, আবু দাউদ, হা/৪৬৫

খবর*মুবতাদা
মুতাআল্লিক বিল ফি’লফি’ল+মাফ’উলহারফুন নিদা ও মুনাদা
مِنْ فَضْلِكأَسْأَلُكَإِنِّياللهُمَّ
আপনার অনুগ্রহ থেকেআপনার কাছে চাইনিশ্চয় আমিহে আল্লাহ !
*খবর নিজেই একটি পরিপূর্ণ ক্রিয়াবাচক বাক্য যেখানে ফি’ল, মাফ’উল ও মুতাআল্লিক বিল ফি’ল আছে।

টয়লেটে প্রবেশের দুআ

اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের (অনিষ্ট) থেকে আশ্রয় চাই। (সহীহ বুখারী, হা/১৪২, সহীহ মুসলিম, হা/৮৫৭)

খবর*মুবতাদা
মুতাআল্লিক বিল ফি’লমুতাআল্লিক বিল ফি’লফি’লহারফুন নিদা ও মুনাদা
مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِبِكَأَعُوذُإِنِّياللهُمَّ
পুরুষ ও নারী শয়তানের থেকেআপনার কাছেআশ্রয় চাইনিশ্চয় আমিহে আল্লাহ !
*খবর নিজেই একটি পরিপূর্ণ ক্রিয়াবাচক বাক্য যেখানে ফি’ল, মাফ’উল ও মুতাআল্লিক বিল ফি’ল আছে।

অন্তরকে স্থির রাখার দুআ

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আপনার দ্বীনের ওপর আমার অন্তরকে প্রতিষ্ঠিত রাখুন।(তিরমিজি, হা/২১৪০, ইবনে মাজাহ, হা/৩৮৩৪, মুসনাদে আহমাদ, হা/১২১২৮)

মুতাআল্লিক বিল ফি’লমাফ’উলফি’লহারফুন নিদা ও মুনাদা
عَلَى دِينِكَقَلْبِيثَبِّتْيَا مُقَلِّبَ الْقُلُوبِ
আপনার দ্বীনের ওপরআমার অন্তরকেপ্রতিষ্ঠিত রাখুনহে অন্তরসমূহের পরিবর্তনকারী !

হাঁচিদাতা ও শ্রোতার জন্য পঠিতব্য দুআ

যখন কেউ হাঁচি দেয়, তখন বলবে: ٱلْحَمْدُ لِلَّهِ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

মুতাআল্লিক বিল খবরমুবতাদা
لِلَّهِٱلْحَمْدُ
আল্লাহর জন্যসমস্ত প্রশংসা

যে এ বাক্য বলতে শুনবে সে বলবে: يَرْحَمُكَ اللَّهُ আল্লাহ আপনাকে ওপর রহম করুন।

ফা’ইলফি’ল+মাফ’উল
اللَّهُيَرْحَمُكَ
আল্লাহআপনাকে ওপর রহম করুন

অতঃপর হাঁচিদাতা ব্যক্তি পুনরায় বলবে: يَهْدِيكُمُ اللَّهُ আল্লাহ আপনাদের হেদায়াত দান করুন ।

ফা’ইলফি’ল+মাফ’উল
اللَّهُيَهْدِيكُمُ
আল্লাহআপনাদের হেদায়াত দান করুন

(সহীহ বুখারি, হা/৬২২৪, আবু দাউদ, হা/৫০৩৪, তিরমিজি, হা/২৭৩১)

উপকারীর জন্য দুআ

جَزَاكَ اللَّهُ خَيْرًا

আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। (তিরমিজি, হা/২০৩৫, মুসনাদুল বাযহার, হা/২৬০১)

মাফ’উলফা’ইলফি’ল+মাফ’উল
خَيْرًاٱللَّهُجَزَاكَ
উত্তমআল্লাহআপনাকে প্রতিদান দান করুন

দরিদ্রতা থেকে বাঁচার দুআ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ

হে আল্লাহ! আমি আপনার কাছে দরিদ্রতা থেকে আশ্রয় চাই। (আবু দাউদ, হা/১৫৬৪, নাসাঈ, হা/৫৬২, মুসনাদে আহমাদ, হা/৮০৩৯)

খবর*মুবতাদা
মুতাআল্লিক বিল ফি’লমুতাআল্লিক বিল ফি’লফি’লহারফুন নিদা ও মুনাদা
مِنَ الْفَقْرِبِكَأَعُوذُإِنِّياللهُمَّ
দরিদ্রতা থেকেআপনার কাছেআশ্রয় চাইনিশ্চয় আমিহে আল্লাহ !
*খবর নিজেই একটি পরিপূর্ণ ক্রিয়াবাচক বাক্য যেখানে ফি’ল, মাফ’উল ও মুতাআল্লিক বিল ফি’ল আছে।

দুনিয়ার ফিতনা থেকে বাঁচার দুআ

للَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا

হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়ার ফিতনা থেকে আশ্রয় চাই। (সহীহ বুখারি, হা/৬৩৭০, তিরমিজি, হা/৩৫৬৭)

খবর*মুবতাদা
মুতাআল্লিক বিল ফি’লমুতাআল্লিক বিল ফি’লফি’লহারফুন নিদা ও মুনাদা
مِنْ فِتْنَةِ الدُّنْيَابِكَأَعُوذُإِنِّياللهُمَّ
দুনিয়ার ফিতনা থেকেআপনার কাছেআশ্রয় চাইনিশ্চয় আমিহে আল্লাহ !
*খবর নিজেই একটি পরিপূর্ণ ক্রিয়াবাচক বাক্য যেখানে ফি’ল, মাফ’উল ও মুতাআল্লিক বিল ফি’ল আছে।

দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দুআ

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ

হে আল্লাহ! আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সহীহ বুখারি, হা/১৩৭৭, সহীহ মুসলিম, হা/১৩৫৩)

খবর*মুবতাদা
মুতাআল্লিক বিল ফি’লমুতাআল্লিক বিল ফি’লফি’লহারফুন নিদা ও মুনাদা
مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِبِكَأَعُوذُإِنِّياللهُمَّ
দাজ্জালের ফিতনা থেকেআপনার কাছেআশ্রয় চাইনিশ্চয় আমিহে আল্লাহ !
*খবর নিজেই একটি পরিপূর্ণ ক্রিয়াবাচক বাক্য যেখানে ফি’ল, মাফ’উল ও মুতাআল্লিক বিল ফি’ল আছে।

খাওয়ার পরের দুআ

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন। (তিরমিজি, খ. ৫, পৃ. ৫০৮, হাদিস নং ৩৪)

মুতাআল্লিক বিল খবর*মুবতাদা
لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَالْحَمْدُ
আল্লাহর জন্য, যিনি আমাদেরকে আহার করিয়েছেন,
পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন।
সমস্ত প্রশংসা
*মুতাআল্লিক বিল খবর প্রধান দুটি ভাগে বিভক্ত যথা জার্ মাজরূর/মাউসুফ ও যৌগিক সিফাহ :
সিফাহ*জার্ মাজরূর/মাউসুফ
الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَلِلَّهِ
যিনি আমাদেরকে আহার করিয়েছেন,
পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন।
আল্লাহর জন্য
*সিফাহর মধ্যে ইসম মাওসুল ও এটার সিলাহ রয়েছে
সিলাহ*ইসম মাওসুল
أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِينَالَّذِي
আমাদেরকে আহার করিয়েছেন,
পান করিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন।
যিনি
*সিলাহ নিজেই আবার একটি ক্রিয়াবাচক বাক্য
মুতাআল্লিক বিল ফি’লমা’তুফহারফুল আতফমা’তুফহারফুল আতফফি’ল
مِنَ الْمُسْلِمِينَجَعَلَنَا وَسَقَانَا وَأَطْعَمَنَا
মুসলমানদের মধ্যেআমাদেরকে বানিয়েছেনএবং,
আমাদেরকে পান করিয়েছেন
এবংতিনি আমাদেরকে আহার করিয়েছেন

এই পোস্টটি সময়ে সময়ে আপডেট করা হবে ইন শা আল্লাহ !

2 comments

  1. ছোটবেলায় মক্তবের হুজুর পড়াইতো এগুলো। তখন এগুলোর কোন অর্থ জানতাম না। এখানে প্রত্যেকটা দুয়ার আলাদা আলাদা করে ভেঙে ভেঙে অর্থ দেওয়া হয়েছে। যা বুঝতে বেশ সহজ এবং সুন্দর মনে হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!